প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 26 JAN 2025 8:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জানুয়ারি ২০২৫

 

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সাধারণতন্ত্রী একটি দেশ হয়ে ওঠার গৌরবময় ৭৫ বছর আমরা আজ উদযাপন করছি। 

সমাজ মাধ্যমে তুলে ধরা পৃথক এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

"শুভ সাধারণতন্ত্র দিবস।
একটি সাধারণতন্ত্রী দেশ রূপে গড়ে ওঠার ৭৫তম বর্ষটি আজ আমরা উদযাপন করছি। সেই সমস্ত মহান পুরুষ ও মহীয়সী নারীদের উদ্দেশে আমরা নতমস্তকে প্রণাম জানাই, যাঁরা আমাদের সংবিধান উপহার দিয়েছেন। এর মধ্য দিয়ে তাঁরা গণতন্ত্র, ঐক্য এবং মর্যাদার প্রতি সংকল্পবদ্ধ থেকে আমাদের যাত্রাপথকে নিশ্চিত ভাবে চিহ্নিত করে গেছেন। দেশের সংবিধানের আদর্শ সংরক্ষণে এবং এক শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গঠনে আসুন আমাদের সকলের প্রচেষ্টাকে আরও নিবিড় করে তুলি।" 


SC/SKD/AS


(Release ID: 2096487) Visitor Counter : 51