সহযোগ মন্ত্রক
মুম্বাইয়ে ২৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ন্যাশনাল আর্বান কো-অপারেটিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের দপ্তরের উদ্বোধন করবেন
Posted On:
22 JAN 2025 4:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৫
মুম্বাইয়ে ২৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ন্যাশনাল আর্বান কো-অপারেটিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের দপ্তরের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে সমবায় ক্ষেত্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি’র মন্ত্রকে আরও জোরদার করবে এইসব উদ্যোগ। ২০২৫ সালে আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে বার্ষিক কর্মসূচির তালিকাও প্রকাশ করবেন শ্রী অমিত শাহ। এর পাশাপাশি, দেশে ১০ লক্ষ নতুন বহু উদ্দেশ্যসাধক সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। প্রাথমিক সমবায় সমিতিগুলির সাফল্যের ভিত্তিতে একটি তালিকা তৈরির কাঠামোয় প্রকাশ করা হবে ঐ দিন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নিরলস প্রচেষ্টায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল আর্বান কো-অপারেটিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন গড়ে তোলার কাজ হাতে নেয়। এর লক্ষ্য, শহরাঞ্চলের সমবায় ব্যাঙ্কগুলিকে সহায়তা করা। এই উদ্যোগের আওতায় শহরাঞ্চলের ১ হাজার ৫০০টি সমবায় ব্যাঙ্কে তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিকাঠামো আরও জোরদার করে তোলা হবে।
সমবায় বর্ষের উদযাপন আন্তর্জাতিক স্তরে সহযোগিতার প্রয়োজনীয়তাকে বিশেষভাবে তুলে ধরবে। এর ফলে, ভারতে সমবায় পরিমণ্ডল আরও জোরদার হবে। গ্রামাঞ্চলে উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের কাজেও গতি আনবে এইসব উদ্যোগ।
১০ হাজার নতুন বহু উদ্দেশ্যসাধক সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণে উপকৃত হবেন ৫৬ হাজার ৭৬০ জন। ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে চলবে এই কর্মসূচি।
SC/AC/SB
(Release ID: 2095313)
Visitor Counter : 32