প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব নিয়ে লেখা বইয়ের জন্য শ্রী অমিতাভ কান্তের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Posted On: 21 JAN 2025 3:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ জানুয়ারি ২০২৫

 

জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব নিয়ে লেখা বইয়ের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রী অমিতাভ কান্তের প্রশংসা করেছেন। 

এক্স হ্যান্ডলে শ্রী অমিতাভ কান্তের একটি পোস্টের উত্তরে শ্রী মোদী লিখেছেন :

“২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভারতের সভাপতিত্ব নিয়ে লেখার জন্য আপনার প্রয়াস প্রশংসনীয়। এই লেখায় পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে আমাদের মানবকেন্দ্রিক উন্নয়নের প্রচেষ্টা অত্যন্ত সহজ দৃষ্টিভঙ্গীতে ফুটিয়ে তোলা হয়েছে।

@amitabhk87” 


SC/SD/AS


(Release ID: 2094845) Visitor Counter : 10