পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামীণ ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল SVAMITVA প্রকল্পের আওতায় একদিনেই সম্পত্তির মালিকদের ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড বিতরণ করবেন

Posted On: 17 JAN 2025 2:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে SVAMITVA সম্পত্তি কার্ডের ই-বিতরণ অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন যা গ্রামীণ ভারতের ক্ষমতায়ন ও শাসন ব্যবস্থার যাত্রা পথে এক মাইলফলক হয়ে উঠবে। অনুষ্ঠানে ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশ - এই ১০টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীর, লাদাখ – দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০ হাজারেরও বেশি গ্রামে প্রায় ৬৫ লক্ষ SVAMITVA সম্পত্তি কার্ড বিতরণ করা হবে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেশ কিছু সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন এবং ভাষণ দেবেন। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী সহ একাধিক মন্ত্রী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

এই প্রকল্পে সারা দেশে ৩.১৭ লক্ষ গ্রামে ড্রোন সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে হরিয়ানা, উত্তরাখণ্ড, পুদুচেরি, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গোয়ার সমস্ত জনবসতিপূর্ণ গ্রামের জন্য সম্পত্তি কার্ড তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে ১০০ শতাংশ ড্রোন সমীক্ষার কাজ হয়েছে। 

বিশ্বমঞ্চে SVAMITVA প্রকল্পের সাফল্য তুলে ধরতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। চলতি বছরের মার্চ মাসে মন্ত্রক বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আফ্রিকা, ল্যাতিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে প্রায় ৪০ জন প্রতিনিধি নিয়ে ভারতের ভূমিশাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে। উল্লেখ্য, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে সমীক্ষার মাধ্যমে গ্রামীণ জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির মালিকদের ‘অধিকারের রেকর্ড’ প্রদান করে গ্রামীণ ভারতের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে SVAMITVA প্রকল্পের সূচনা করেছিলেন।

 

SC/SS/SKD


(Release ID: 2093777) Visitor Counter : 25