স্বরাষ্ট্র মন্ত্রক
গুজরাটের মেহসানায় গণপত বিশ্ববিদ্যালয়ের ১৮-তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
16 JAN 2025 8:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী গুজরাটের মেহসানায় গণপত বিশ্ববিদ্যালয়ের ১৮-তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানে অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্যাট্রন প্রেসিডেন্ট শ্রী গণপত প্যাটেল, গুজরাটের উচ্চশিক্ষা ও কারিগরি মন্ত্রী শ্রী রুশিকেশ প্যাটেল প্রমুখ।
শ্রী অমিত শাহ বলেন, গণপত বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা এবং মহিলাদের ক্ষমতায়নে সমগ্র রাজ্য ও রাজ্যবাসীর কাছে এক গর্বের বিষয়। ৪,১৭৫ জন ছাত্র-ছাত্রী আজ গণপত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করছেন। তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, তাঁদের মধ্যে শিক্ষালাভের মনোভাব যেন কখনও হারিয়ে না যায়। তিনি তাদের নিরন্তর বিকাশের পথে তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সবসময় নতুন কিছু জানা ও শেখার মধ্যে দিয়ে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছোনোই হল জীবনের মূল ভিত্তি।
ছাত্র-ছাত্রীদের তিনি বলেন, পাঠক্রম শেষে তারা দেশের অগ্রগতির পথে শরিক হোক এবং নিজেদের ভবিষ্যতের উন্নতি সাধন করুক। সব সময় মনে রাখতে হবে চোখ খোলা রেখে ক্রমাগত জানার আকাঙ্খাই অগ্রগতির পথ রচনা করে দেয় এবং জীবনে উচ্চ সাফল্য অর্জনে সাহায্য করে।
শ্রী অমিত শাহ বলেন, গণপত বিশ্ববিদ্যালয় কৃষির সঙ্গে সংশ্লিষ্ট এবং কারিগরি নানা বিষয় সম্বন্ধীয় পাঠক্রম চালু করেছে। এই বিশ্ববিদ্যালয়ের সম্মান এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ১৬টি ডিপ্লোমা, স্নাতকস্তরে ৬০টি এবং ৬০টি পিএইচডি কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সঙ্গে চলছে।
দেশ স্বাধীনতার ৭৫-তম বার্ষিকী উদযাপন করছে জানিয়ে শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যুব সমাজকে দেশের স্বাধীনতা অর্জনে সংগ্রাম এবং স্বাধীনতাত্তোর সাফল্যের কথা জানিয়েছেন। ২০৪৭-এ দেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপনে দেশ প্রতিটি ক্ষেত্রেই যাতে প্রথম স্থান অর্জন করতে পারে সেজন্য তিনি ছাত্র-ছাত্রীদের শপথ নিতে বলেন। প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, দেশের ১৪০ কোটি মানুষ যদি একই লক্ষ্যে এক পা করে এগিয়ে যায় তাহলে দেশ ১৪০ কোটি পা এগিয়ে যাবে। এটাই ভারতের শক্তি। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারত বিশ্বের নির্মাণ হাব হয়ে ওঠেছে। প্রত্যেকটি বড় সংস্থা ভারতের তাদের শাখা খুলতে চাইছে। কোনও দেশ নির্মাণ হাব হয়ে ওঠলে সবথেকে বেশি উপকৃত হন যুব সম্প্রদায়। তিনি বলেন, এক সময় দেশে স্টার্ট আপের সংখ্যা ছিল খুবই নগণ্য, কিন্তু আজ ১০০০-র বেশি ইউনিকর্ন স্টার্টআপ সহ কয়েক লক্ষ স্টার্ট আপ দেশে কাজ করছে। স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগ যুব সম্প্রদায়ের জন্য অনেক সুযোগের পথ প্রশস্থ করেছে বলে তিনি জানান।
শ্রী শাহ বলেন, গত ১০ বছরে ভারত শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ৮টি আইআইএম, ৭টি আইআইটি, ২টি আইআইএসইআর, ১টি নিট, ১৬টি আইআইআইটি, ৬টি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ৫৪টি বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এরফলে উচ্চশিক্ষালাভে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর সামনে সুযোগ গড়ে উঠেছে। তিনি বলেন, ২০১৪ সালে দেশে ৩৮৭টি মেডিকেল কলেজ ছিল যা আজ দ্বিগুণ বেড়ে হয়েছে ৭৬৬। প্রতিবছর এমবিবিএস ডিগ্রির সংখ্যা ৫১ হাজার থেকে বেড়ে ১ লক্ষ ১৫ হাজারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মুদ্রা যোজনা, ডিজিটাল ইন্ডিয়া এবং অসংখ্য পিএলআই প্রকল্পের উল্লেখ করে বলেন, এতে ভারত কেবল নির্মাণ হাবই হয়ে ওঠেনি লক্ষ লক্ষ যুবককে দক্ষতা অর্জনে সক্ষম করে তুলছে যাতে তারা দেশ ও বিশ্বের সেবায় লাগতে পারে।
তিনি যুব সম্প্রদায়কে পুঁথিগত আদান-প্রদানের পরিবর্তে নতুন নতুন ধারণার আদান-প্রদানে উৎসাহিত করেন। কেবলমাত্র নম্বরমুখী হয়ে না থেকে তাদের মধ্যে তিনি জ্ঞানার্জনের মানসিকতা গড়ে তুলতে বলেন। কেবল সাধারণ ডিগ্রি অর্জনের দিকে ছুটে না বেড়িয়ে জ্ঞানার্জনকে জীবনের পাথেয় করার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার সংস্কৃতির গুরুত্বের ওপর তিনি আলোকপাত করেন।
শ্রী শাহ ছাত্র-ছাত্রীদের বলেন, মোদীজি ২০৪৭ সালের পথদিশা রচনা করেছেন। ছাত্র সমাজকে নিজেদের লক্ষ্য অর্জনে সেই পথ অনুসরণ করতে তিনি আহ্বান জানান। নিজেদের ভবিষ্যত গড়ে তুলতে নতুন উৎসাহে নতুন অভিমুখে যুব সম্প্রদায়কে এগিয়ে যেতে হবে।
SC/ AB /AG
(Release ID: 2093727)
Visitor Counter : 6