প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি প্রাচীন: প্রধানমন্ত্রী

Posted On: 17 JAN 2025 8:27AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো এবং এর সংরক্ষণ ও রক্ষায় অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।

এক্স পোস্টে তিনি বলেছেন:

“গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি প্রাচীন। এর সংরক্ষণ এবং রক্ষার জন্য বেশ কিছু অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।”

 

SC/MP/SKD


(Release ID: 2093682) Visitor Counter : 12