অর্থমন্ত্রক
রাজ্যগুলির উন্নয়নমূলক এবং কল্যাণ সংক্রান্ত ব্যয়ে অর্থ যোগানের লক্ষ্যে ১,৭৩,০৩০ কোটি টাকা প্রদান কেন্দ্রের
Posted On:
10 JAN 2025 1:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জানুয়ারি , ২০২৫
রাজ্যগুলিকে আজ ১,৭৩,০৩০ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। গত বছরের ডিসেম্বরে এই অর্থের পরিমাণ ছিল ৮৯,০৯৬ কোটি টাকা। রাজ্যগুলির মূলধনী ব্যয় ত্বরান্বিত করতে এবং তাদের উন্নয়ন ও কল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে কর ও শুল্ক থেকে আয় হওয়া এই টাকা প্রদান করা হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। ওই রাজ্যকে দেওয়া হয়েছে ৩১,০৩৯.৮৪ কোটি টাকা। এর পরেই রয়েছে মধ্যপ্রদেশ। ওই রাজ্যের প্রাপ্ত অর্থের পরিমাণ ১৩,৫৮২.৮৬ কোটি টাকা। ৩ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার প্রাপ্ত অর্থের পরিমাণ ১৩০১৭.০৬ কোটি টাকা।
SC/MP/NS
(Release ID: 2091993)
Visitor Counter : 9