লোকসভা সচিবালয়
ভারত এবং স্কটিশ সংসদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল পদ্ধতির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার : লোকসভার অধ্যক্ষ
Posted On:
09 JAN 2025 9:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৫
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা জোর দিয়ে বলেছেন, যে ভারত এবং স্কটিশ সংসদকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। তিনি বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ভারতীয় সংসদ নিজেদের কাজের পরিমাণ বাড়াতে সক্ষম হয়েছে। শ্রী বিড়লা স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। ব্রিটেনে তাঁর সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী বিড়লা আজ স্কটল্যান্ডে ছিলেন। সেখানে তিনি ফার্স্ট মিনিস্টারের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। উভয় নেতা গ্রিন এনার্জি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন। শ্রী বিড়লা বলেন, ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। অধ্যক্ষ শ্রী সুইনেকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে ব্যাপক উন্নতি হচ্ছে। বিশ্ব শান্তি এবং ‘বসুধৈব কুটুম্বকম’–এর প্রতি নজর রেখে এই উন্নয়নের কাজ চলছে।
লোকসভার অধ্যক্ষ বলেন, ভারতের নতুন শিক্ষানীতি, ভারতে আগত বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। স্কটিশ বিশ্ববিদ্যালয়গুলি এই সুবিধা গ্রহণ করতে পারে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ভারত সফরের বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, উভয় দেশেরই সংসদীয় ব্যবস্থাপনা অত্যন্ত মজবুত।
সফরকালে শ্রী ওম বিড়লা স্কটিশ সংসদের প্রিসাইডিং অফিসার অ্যালিসন জনস্টোনের সঙ্গেও কুইন্সবেরি হাউজে সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। ভারতীয় সংসদ ও স্কটিশ সংসদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন তাঁরা।
শ্রী বিড়লা বিগত কয়েক বছরে ভারতীয় সংসদ লিঙ্গ সাম্য এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে আইন প্রণয়ন ও অর্থবহ আলোচনার মাধ্যমে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার উল্লেখ করেন। তিনি বলেন, সংসদে মহিলা সদস্যদের অংশগ্রহণ বেড়েছে। মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে ভারত এবং স্কটল্যান্ডের সংসদের একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
লোকসভার অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার নারী শক্তি বন্দন অধিনিয়মের মতো বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। মহিলাদের উন্নয়ন থেকে ভারত যেভাবে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নে ক্রমশ পরিবর্তিত হয়েছে, সে প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
লোকসভার অধ্যক্ষ স্কটল্যান্ডের বিভিন্ন দলের সাংসদদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন। ভারতীয় সংসদীয় ব্যবস্থাপনাকে বিশ্বের অন্যতম মজবুত গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে অভিহিত করেন শ্রী বিড়লা।
লন্ডনে ভারতীয়দের সঙ্গে আলোচনায় অংশ নেন লোকসভার অধ্যক্ষ।
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা লন্ডনে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে একদিন আলোচনা করেন। যেভাবে ভারতীয়রা তাদের নিজেদের মধ্যে জাতীয়তাবোধকে ধরে রেখেছেন তার প্রশংসা করেন শ্রী বিড়লা। ভারত এবং ব্রিটেনের সম্পর্কের মধ্যে তারা সেতু হিসেবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় পাসপোর্টের গুরুত্ব বেড়েছে, কেবল তাই নয়, ভারত আরও অনেক বেশি সম্মান ও ভালোবাসা অর্জন করছে বলে উল্লেখ করেন তিনি। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনবোধ সম্পর্কে আস্থা বেড়েছে। পাশাপাশি ভারতীয়দের থেকে আশা-আকাঙ্ক্ষাও বেড়েছে বলে মন্তব্য করেন লোকসভার অধ্যক্ষ। শ্রী বিড়লা বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকালিবার জন্য ভারতের মতামতের অপেক্ষা করা হয়। লন্ডনে বসবাসকারী ভারতীয়দের সংস্কারের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উদ্ভাবন, বিনিয়োগ, বাণিজ্য সহ সম্ভাব্য সব ক্ষেত্রেই নতুন ভারত গড়ে তুলতে বিদেশে বসবাসকারী ভারতীয়দের এগিয়ে আসার আহ্বান জানান। নতুন ভারত সাগ্রহে দু-বাহু বাড়িয়ে বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাগত জানাতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
লন্ডন সফরকালে শ্রী বিড়লা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষে মানুষে সংযোগ, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক মাধ্যম সহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা পদ্ধতি নিয়ে মত বিনিময় করেন।
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা লন্ডনে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
SC/PM/SKD/
(Release ID: 2091730)
Visitor Counter : 36