স্বরাষ্ট্র মন্ত্রক
নতুন দিল্লিতে দ্বীপ উন্নয়ন সংস্থা (আইডিএ)-র সপ্তম বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
03 JAN 2025 5:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৫
নতুন দিল্লিতে আজ দ্বীপ উন্নয়ন সংস্থা (আইডিএ)-র সপ্তম বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ডি কে যোশী, শ্রী প্রফুল্ল প্যাটেল, লক্ষদ্বীপের প্রশাসক শ্রী মোহন গান্ধী, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ আধিকারিকরা।
বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও লক্ষদ্বীপের চলতি উন্নয়নমূলক উদ্যোগের অগ্রগতির পর্যালোচনা করেন। ডিজিটাল সংযোগ ব্যবস্থা, বিমান যোগাযোগ এবং বন্দরের উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশাসন এবং লক্ষদ্বীপ প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তুলে ধরা হয়।
শ্রী অমিত শাহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপে সৌর ও বায়ুশক্তি ব্যবস্থা প্রসারের উপর গুরুত্ব দেন। এই সমস্ত এলাকায় পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন শতকরা ১০০ ভাগ লক্ষ্যসীমায় পৌঁছনোর উপরও জোর দেন তিনি। শ্রী শাহ কেন্দ্রীয় নব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রককে পিএম সূর্যঘর প্রকল্প উভয় জায়গাতেই পূর্ণমাত্রায় চালু করতে বলেন। এজন্য সমস্ত বাড়ির ছাদে তিনি সৌর প্যানেল স্থাপনেরও নির্দেশ দেন।
শ্রী শাহ বলেন, এই দুটি জায়গা দিল্লি থেকে অনেক দূরে হলেও আমাদের হৃদয়ের অত্যন্ত কাছে। পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটন প্রসার আমাদের সরকারের অগ্রাধিকার। মোদী সরকার এইসব দ্বীপগুলিতে ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি উন্নয়ন কাজকে জোরদার করতে চাইছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপে পরিকাঠামো প্রকল্পের ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা নেওয়ার উপর জোর দেন তিনি। সেইসঙ্গে সংশ্লিষ্ট সমস্ত কেন্দ্রীয় মন্ত্রককে একযোগে পর্যটন, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন সংক্রান্ত উদ্যোগের রূপায়ণে কাজ করতে বলেন। তিনি বকেয়া সমস্ত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি সহ চলতি প্রকল্পগুলি দ্রুত রূপায়ণে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
SC/AB/SKD
(Release ID: 2090067)
Visitor Counter : 13