প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১১ ডিসেম্বর স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন
Posted On:
09 DEC 2024 7:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ ডিসেম্বর বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে মিলিত হবেন। গ্র্যান্ড ফিনালেতে ১ হাজার ৩০০-রও বেশি ছাত্রছাত্রী অংশ নেবেন। এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
১১ ডিসেম্বর দেশের ৫১টি নোডাল সেন্টারে সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন (এসআইএইচ)-এর সূচনা হবে। এর সফট্ওয়্যার সংস্করণ টানা ৩৬ ঘন্টা চলবে। অন্যদিকে, হার্ডওয়্যার সংস্করণ চলবে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য পরিচর্যা, সরবরাহ-শৃঙ্খল ও লজিস্টিক, স্মার্ট প্রযুক্তি, ঐতিহ্য ও সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জল, কৃষি ও খাদ্য এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা সহ ১৭টি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাঁদের উদ্ভাবনী ভাবনা পেশ করবেন।
এ বছরের কিছু উল্লেখযোগ্য বিষয় হ’ল – কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গঙ্গার জলের গুণগত মানের উপর নজরদারি, উপগ্রহ ডেটা প্রভৃতি। এ বছর ৫৪টি মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং শিল্পমহলের পক্ষ থেকে ২৫০টিরও বেশি সমস্যা তুলে ধরা হয়েছে। এ বছর প্রাতিষ্ঠানিক স্তরে ৮৬ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর দল অংশ নিচ্ছে এবং জাতীয় স্তরে প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রীর দল পাঠানো হয়েছে।
PG/MP/SB
(Release ID: 2083045)
Visitor Counter : 17
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada