প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

যক্ষ্মা প্রতিরোধে ১০০ দিনের এক বিশেষ অভিযানের সূচনা হচ্ছে আজ থেকে : প্রধানমন্ত্রী

Posted On: 07 DEC 2024 2:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ ডিসেম্বর ২০২৪

 

যক্ষ্মা প্রতিরোধে ভারতের প্রচেষ্টা আরও জোরদার হয়ে উঠেছে। এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থেকে ১০০ দিনের এক বিশেষ অভিযান শুরু করার কথা ঘোষণা করলেন। দেশের যে সমস্ত জেলায় যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সব থেকে বেশি সেই সমস্ত জেলার ওপর বিশেষ নজর দেওয়া হবে ১০০ দিনের এই বিশেষ অভিযানকালে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডার একটি নিবন্ধ পড়ে দেখার জন্য সাধারণ নাগরিকদের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:

"যক্ষ্মা মোকাবিলায় আমাদের জোরদার প্রচেষ্টা আরও শক্তিশালী হয়ে উঠছে!

যক্ষ্মা দূর করতে সমষ্টিগত প্রয়াস ও প্রচেষ্টাকে কাজে লাগাতে আজ থেকে শুরু হচ্ছে ১০০ দিনের এক বিশেষ অভিযান। এই সময়কালে যক্ষ্মাপ্রবণ জেলাগুলির ওপর বিশেষ ভাবে নজর দেওয়া হবে। যক্ষ্মা প্রতিরোধে সরকার নানা ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাকে আরও দ্বিগুণ করে তোলা হচ্ছে এবং জনঅংশীদারিত্বের মাধ্যমে তা রূপায়িত হবে। যক্ষ্মার নতুন নতুন ওষুধ দেওয়া হবে আক্রান্ত রোগীদের এবং রোগ নির্ণয়ের জন্য প্রযুক্তির ব্যবহার সহ আরও উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার আশ্রয় নেওয়া হবে। 

আসুন, আমরা সকলে মিলে যথাসাধ্য চেষ্টা করি যক্ষ্মা রোগ নির্মূল করতে।" 

 

PG/SKD/AS


(Release ID: 2082217) Visitor Counter : 20