রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

পুরীতে নৌ-দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

Posted On: 04 DEC 2024 7:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ ডিসেম্বর, ২০২৪ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ওড়িশার পুরীর সমুদ্রতটে নৌ-দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। তিনি ভারতীয় নৌ-বাহিনীর বিভিন্ন কাজকর্মের মহড়াও প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি নৌ-দিবস উপলক্ষ্যে ভারতীয় নৌ-বাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৪ ডিসেম্বর দিনটি আমরা ১৯৭১ সালের যুদ্ধে আমাদের গৌরবময় জয়ের আনন্দ উদযাপন করি। নৌ-কর্মীরা মাতৃভূমি রক্ষায় যে আত্মত্যাগ করেছিলেন, সেকথাও স্মরণ করা হয়। ভারত সকল নৌসেনা কর্মীর প্রতি কৃতজ্ঞ। দেশ সেবায় তাঁদের ভূমিকার জন্য সকল ভারতবাসী নৌ-সেনা কর্মীদের স্যালুট জানাই। 
রাষ্ট্রপতি বলেন, ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী, সমুদ্রের ভূমিকা বিশেষ। বিস্তীর্ণ উপকূল অঞ্চল, দ্বীপপুঞ্জ এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনযাপনের ক্ষেত্রে সমুদ্র অঞ্চলের পরিকাঠামো বিশেষ গুরুত্বপূর্ণ। ৫ হাজার বছর আগে থেকে ভারতের সমুদ্র ও উপকূল অঞ্চলে নানা কাজকর্ম হয়ে চলেছে। আমাদের ভবিষ্যৎ এবং পরিচয় অনেকটাই নির্ভর করে সমুদ্রের উপর। ভারতীয় নৌ-বাহিনী সমুদ্র নিরাপত্তায় এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রীমতী মুর্মু আস্থা প্রকাশ করেন।
নৌ-বাহিনীতে নারী শক্তির যথাযথ গুরুত্ব প্রদানকে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নৌ-বাহিনীতে প্রথম মহিলা অগ্নিবীর নিয়োগ করা হয়। ভারতীয় নৌ-বাহিনীর দুই মহিলা লেঃ কমান্ডার দিলনাকে এবং লেঃ কমান্ডার রূপা নতুন এই অগ্রগতির অন্যতম উদাহরণ।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/dec/doc2024124464401.pdf

 

PG/PM/SB


(Release ID: 2081042) Visitor Counter : 45