স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
বিশ্ব এইডস দিবস উপলক্ষে ইন্দোরে আয়োজিত এক কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
Posted On:
30 NOV 2024 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ নভেম্বর ২০২৪
আগামীকাল বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। একই সঙ্গে প্রধান অতিথির আসনও অলঙ্কৃত করবেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথি রূপে।
প্রসঙ্গত উল্লেখ্য এইচআইভি/এইডস প্রতিরোধে এক বিশেষ ভূমিকা পালন করছে মধ্যপ্রদেশ। এইচআইভি/এইডস মোকাবিলায় রাষ্ট্রসংঘের এদিনের কর্মসূচির মূল থিম বা বিষয় হল 'সঠিক পথ অনুসরণ করুন'। বিশ্ব এইডস দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এইডস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়। ১৯৯২ সাল থেকেই পয়লা ডিসেম্বর দিনটি পালিত হয়ে আসছে বিশ্ব এইডস দিবস রূপে।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে এবছর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও সংকলন গ্রন্থ প্রকাশেরও আয়োজন করা হয়েছে।
বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীদ্বয় শ্রী রাজেন্দ্র প্রসাদ শুক্লা ও শ্রী জগদীশ দেবড়া, মধ্যপ্রদেশের জলসম্পদ মন্ত্রী শ্রী তুলসীরাম শিলাবত, জনস্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী নরেন্দ্র শিবাজি প্যাটেল, মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত বিভিন্ন সাংসদ, ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পূর্ণ সলিল শ্রীবাস্তব সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও ব্যক্তিবর্গ।
PG/SKD/AS
(Release ID: 2079653)
Visitor Counter : 7