প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীকে ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে
प्रविष्टि तिथि:
21 NOV 2024 5:39AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ নভেম্বর, ২০২৪
কমনওয়েলথ অফ ডোমিনিকার প্রেসিডেন্ট শ্রীমতী সিলভানি বার্টন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার’-এ ভূষিত করেছেন। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নেতৃত্ব, কোভিড-১৯ অতিমারির সময়ে ডোমিনিকাকে সাহায্য এবং ভারত এবং ডোমিনিকার মৈত্রীকে শক্তিশালী করতে তাঁর প্রয়াসের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। ডোমিনিকার প্রধানমন্ত্রী শ্রী রুজভেল্ট স্কেরিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গায়ানার প্রেসিডেন্ট ডক্টর শ্রী ইরফান আলি, বারবাডোজের প্রধানমন্ত্রী শ্রী মিয়া আমোর মটলে, গ্র্রেনাডার প্রধানমন্ত্রী শ্রী ডিকন মিচেল, সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী শ্রী ফিলিপ জে, পিয়ের এবং অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী শ্রী গ্যাসটন ব্রাউন ওই পুরস্কার অনুষ্ঠানের সাক্ষী থেকেছেন।
প্রধানমন্ত্রী এই সম্মান ভারতের মানুষকে এবং ভারত এবং ডোমিনিকার মধ্যে গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মৈত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, যে তাঁর বিশ্বাস দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আগামী বছরগুলোয় আরও গভীর হবে।
আজ ২০ নভেম্বর ২০২৪ গায়ানার জর্জটাউনে ভারত-ক্যারিকম দ্বিতীয় শীর্ষ বৈঠকের ফাঁকে এই পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়।
PG/ AP /AG/
(रिलीज़ आईडी: 2075499)
आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam