প্রধানমন্ত্রীরদপ্তর
পর্তুগালের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
Posted On:
19 NOV 2024 6:08AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেইরো-তে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে পর্তুগিজ সাধারণতন্ত্রের প্রধানমন্ত্রী মাননীয় লুই মন্টেনেগরোর সঙ্গে বৈঠক করেন। দুই নেতার এটিই প্রথম বৈঠক। ২০২৪-এর এপ্রিলে পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছেন মন্টেনেগরো। তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান শ্রী মোদী। ভারত এবং পর্তুগালের সম্পর্ক আরও বিস্তৃত করে তোলায় নিজের ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মন্টেনেগরো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন শ্রী মোদীকে অভিনন্দন জানান।
দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন, সংস্কৃতি এবং মানুষে-মানুষে সংযোগ সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্টার্ট-আপ, উদ্ভাবনা, পেশাদারদের যাতায়াত এবং দক্ষ মানবসম্পদ নিয়ে অংশীদারিত্বের আরও সম্ভাবনার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ভারত-ইইউ সম্পর্ক সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
২০২৫ সালটি ভারত এবং পর্তুগালের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী। এর উদযাপন যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে রাজি হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলার বার্তা দিয়েছেন তাঁরা।
PG/AC/DM..
(Release ID: 2074643)
Visitor Counter : 16
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam