উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
উত্তর-পূর্ব বাণিজ্য ও বিনিয়োগ রোড-শো’তে অংশগ্রহণ ডঃ সুকান্ত মজুমদারের
Posted On:
13 NOV 2024 8:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৪
হায়দরাবাদ, তেলেঙ্গনা, ১৩ নভেম্বর, ২০২৪: উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক আজ হায়দরাবাদে উত্তর-পূর্ব বাণিজ্য ও বিনিয়োগ রোড শো-এর আয়োজন করেছিল। আগের বারের রোড শো-এ উল্লেখযোগ্য সাড়া পাবার পর এবারও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে অনেক লগ্নিকারী আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর-পুর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, মিজোরামের রাজ্যপাল ডঃ হরিবাবু কামভামপতি, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রকের পদস্থ আধিকারিক এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।
তাঁর ভাষণে ডঃ মজুমদার স্বাধীনতার আগে উত্তর-পূর্বের শিল্প ও আর্থিক সমৃদ্ধির কথা উল্লেখ করেন। বিশ্বের প্রাচীনতম তৈলকূপ হিসেবে ডিগবয় অয়েল ফিল্ডের কথা উল্লেখ করে তিনি আসামের গুরুত্বের কথা তুলে ধরেন এবং চায়ের সঙ্গেও আসামের যোগসূত্রের কথা উল্লেখ করেন। এই অঞ্চলে পর্যটন, মেডিক্যাল পর্যটন ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সম্ভাবনার কথা উল্লেখ করে উত্তর-পূর্বে আইটি ক্ষেত্র ও স্বাস্থ্য পরিচর্যায় বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি বলেন, মোদী সরকার ১০০ দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিকাঠামো, স্বাস্থ্য পরিচর্যা এবং বাঁশ প্রক্রিয়াকরণের সঙ্গে এই প্রকল্পগুলি যুক্ত। এই প্রকল্পগুলির মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মন্তব্য করেন তিনি।
মিজোরামের রাজ্যপাল ডঃ হরিবাবু কামভামপতি বিস্তৃত সড়ক যোগাযোগ, রেল রুট এবং ১৭টি বিমানবন্দরের কথা উল্লেখ করে এই অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনার তুলে ধরেন। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চল ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ।
উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা নিজ নিজ রাজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরে লগ্নির আর্জি জানান। উত্তর-পূর্ব বিনিয়োগ শীর্ষ বৈঠকের আগে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, সিকিম ও নাগাল্যান্ড সহ বিভিন্ন রাজ্যে সফল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আগের রোড শো’গুলি অনুষ্ঠিত হয়েছিল কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।
PG/MP/SB
(Release ID: 2073310)
Visitor Counter : 12