রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের উদ্বোধন করে সিলভাসায় একটি জনসভায় ভাষণ দিলেন রাষ্ট্রপতি

Posted On: 13 NOV 2024 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ-এ সিলভাসার  ঝান্ডাচকে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের উদ্বোধন করেন ও একটি জনসভায় ভাষণ দেন। 

রাষ্ট্রপতি বলেন, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ-এর জনগণ যেভাবে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তিনি সর্বদা মনে রাখবেন। এই সম্বর্ধনার জন্য তিনি সেখানকার জনগণকে ধন্যবাদ জানান। 

রাষ্ট্রপতি বলেন, এই বিদ্যালয়টির উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। কেন্দ্রশাসিত এই অঞ্চলে প্রশাসন উচ্চশিক্ষার উন্নতিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্রদের গুণমানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রদানের জন্য ২০১৮ সালে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ চালু হয়েছিল। ২০২২ সালে স্থাপন হয় নিফট। রাষ্ট্রপতি বলেন, এই সব রকম প্রচেষ্টা এখানকার যুবক-যুবতীদের উন্নত সুযোগ প্রদান করবে বলেই তাঁর বিশ্বাস।

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেন, এখানকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ এই কারণেই পর্যটনের দিক থেকে অত্যন্ত উন্নত। পর্যটনের বিকাশে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, পর্যটনের প্রসার ঘটলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পর্যটনের ফলে বিভিন্ন স্থানের জনগণের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া যায় এবং তা থেকে আমরা আরও উদার ও সংবেদনশীল হয়ে উঠি। 

রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি দেখতে এখানে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/nov/doc20241113433701.pdf


PG/PM/NS


(Release ID: 2073172) Visitor Counter : 19