প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উন্নয়ন ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগিয়ে যেতে আমরা দায়বদ্ধ : প্রধানমন্ত্রী

ইগাস উৎসব উপলক্ষ্যে জনসাধারণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 12 NOV 2024 7:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইগাস উৎসব উপলক্ষ্যে আজ জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। উন্নয়ন ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগিয়ে যেতে ভারত দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। বিশেষত উত্তরাখণ্ডের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ইগাস উৎসবের পরম্পরায় আস্থা প্রকাশ করে বলেন, দেবভূমি আগামীদিনে আরও বিকশিত হবে। 

এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“উত্তরাখণ্ডে আমার পরিবার-পরিজনের সঙ্গে সমস্ত দেশবাসীকে ইগাস উৎসব উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা ! দিল্লিতে আজ উত্তরাখণ্ডের সাংসদ অনিল বলুনি আয়োজিত ইগাস উৎসবে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। প্রার্থনা করি এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক এবং জীবনকে খুশিতে ভরিয়ে তুলুক@anil_baluni।”

“আমরা উন্নয়ন এবং ঐতিহ্যকে নিয়ে একসাথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দিত যে লুপ্তপ্রায় লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত ইগাস উৎসব পুনরায় উত্তরাখণ্ডে আমার পরিবার-পরিজনের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে।”

“উত্তরাখণ্ডে আমার ভাই-বোনেরা ইগাস উৎসবের ঐতিহ্য ও পরম্পরাকে যেভাবে জাগ্রত রূপ দিয়েছে তা অত্যন্ত আশাব্যাঞ্জক। দেশ জুড়ে এই উৎসবের উদযাপন এই উৎসবের শক্তির এক প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ। আমার বিশ্বাস, দেবভূমিতে এই উৎসবের পরম্পরা আরও বিকশিত হয়ে উঠবে।”


PG/AB/NS


(Release ID: 2072758) Visitor Counter : 27