আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

সপ্তদশ ভারতীয় শহরে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সম্মেলন ও প্রদর্শনী, ২০২৪-এ শ্রেষ্ঠ গণ-পরিবহণ ব্যবস্থাযুক্ত শহরের তকমা পেল ভুবনেশ্বর

Posted On: 27 OCT 2024 6:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর ২০২৪

 

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী শ্রী মনোহর লাল আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে সপ্তদশ ভারতীয় শহরে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সম্মেলন ও প্রদর্শনী, ২০২৪-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সারা বিশ্বে রেল পরিষেবা সংক্রান্ত মাপকাঠিতে ভারতের অবস্থান তৃতীয়। খুব শীঘ্রই ভারতে মেট্রো রেল পরিষেবা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রীর ‘এক দেশ, এক কার্ড’, যা ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বা এনসিএমসি হিসেবে পরিচিত, তা বর্তমানে বিভিন্ন মেট্রো রেলে ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী টোখন সাহু জানান, বর্তমানে ভারতে প্রতিদিন ১ কোটির বেশি যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেন। অনুষ্ঠানে তিনি ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র, অর্থাৎ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করেন।

এই সম্মেলনে শহরের পরিবহণ ব্যবস্থার নিরিখে বিভিন্ন রাজ্য এবং শহরকে পুরস্কৃত করা হয়েছে। কোচি শহর সুস্থায়ী পরিবহণ ব্যবস্থাপনার নিরিখে প্রথম স্থান অধিকার করেছে। শ্রেষ্ঠ গণ-পরিবহণ ব্যবস্থার সম্মান পেয়েছে ভুবনেশ্বর। মোটর গাড়ি ছাড়া অন্যান্য পরিবহণ ব্যবহার করার নিরিখে শ্রেষ্ঠ শহর হিসেবে বিবেচিত হয়েছে শ্রীনগর। গান্ধীনগর শহরের পরিবহণ ব্যবস্থাপনাকে সবথেকে নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী জানান, আগামী বছর অষ্টাদশ ভারতীয় শহরে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হবে হরিয়ানার গুরুগ্রামে।

 

PG/CB/DM


(Release ID: 2069077) Visitor Counter : 26