রাষ্ট্রপতিরসচিবালয়
এইমস রায়পুরের সমাবর্তনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Posted On:
25 OCT 2024 2:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৪
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ (অক্টোবর ২৫, ২০২৪) অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়ন্সেস-এইমস রায়পুরের দ্বিতীয় সমাবর্তনে ভাষণ দিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, স্বল্পব্যয়ে চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা পরিষেবা প্রদানের জন্য এইমস সুপরিচিত। এই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা সুগভীর। সেজন্যই দেশের নানা প্রান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য এইমস-এ ছুটে আসেন। এইমস রায়পুর মাত্র দু-বছরে যেভাবে প্রসিদ্ধি লাভ করেছে তা আনন্দের বিষয় বলে রাষ্ট্রপতি মনে করেন। তিনি আরও বলেন, চিকিৎসা ও জনকল্যাণের প্রশ্নে এইমস রায়পুর একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। আগামীদিনে এই প্রতিষ্ঠান জনকল্যাণের কাজ আরও বিস্তৃততর করবে বলে রাষ্ট্রপতি আশাবাদী।
চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছল মানুষের আশা-ভরসার স্থল অন্যত্র হতেই পারে, কিন্তু যারা স্বচ্ছল নন তাঁরা এইসব প্রতিষ্ঠানের চিকিৎসকদের ওপর খুব বেশিই নির্ভরশীল। সব মানুষের, বিশেষত দরিদ্র ও বঞ্চিতদের সেবায় তাঁদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও বলেন, চিকিৎসাক্ষেত্রে পেশাদারদের কাজে অপরিসীম দায়িত্ব জড়িয়ে থাকে। বহুক্ষেত্রে তাঁদের সিদ্ধান্তের ওপর মানুষের মরণ-বাঁচন নির্ভর করে। চিকিৎসকদের অনেক সময়ে নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাতে সাফল্যের জন্য নিজেদের আবেগকে সঠিক পথে পরিচালিত করা দরকার।
পেশাদারি আঙিনায় প্রবেশ একজন শিক্ষার্থীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। স্নাতক চিকিৎসকদের নিজেদের জ্ঞানের পরিধি প্রসারিত করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ক্রমাগত শিক্ষাগ্রহণ করার মানসিকতা তাঁদের নানাভাবে উপকৃত করবে।
রাষ্ট্রপতির ভাষণের জন্য এখানে ক্লিক করুন –
Please click here to see the President's Speech - http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/oct/doc20241025423301.pdf
PG/ AC /AG
(Release ID: 2068315)
Visitor Counter : 21