কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ইন-স্পেসের পৃষ্ঠপোষকতায় মহাকাশ ক্ষেত্রে ১,০০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 24 OCT 2024 3:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন-স্পেসের পৃষ্ঠপোষকতায় মহাকাশ ক্ষেত্রে ১,০০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

এই তহবিলের কাজ শুরু হওয়ার দিন থেকে পাঁচ বছরের মেয়াদে ১ হাজার কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং তহবিলের প্রয়োজন অনুযায়ী বছরে গড়ে ১৫০-২৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে। 

এই তহবিলে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫০ কোটি, ২০২৬-২৭ অর্থবর্ষে ২৫০ কোটি, ২০২৭-২৮ অর্থবর্ষে ২৫০ কোটি, ২০২৮-২৯ অর্থবর্ষে ২৫০ কোটি এবং ২০২৯-৩০ অর্থবর্ষে ১০০ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। 


এই তহবিলের মাধ্যমে প্রায় ৪০টি স্টার্টআপ’কে সহায়তা করার লক্ষ্য স্থির করা হয়েছে। 
এর সুবিধাগুলি হ’ল: বৃহত্তর স্তরে উন্নয়নের জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহের মাধ্যমে মূলধনের জোগানে উৎসাহিত করা; ভারতের মধ্যে থাকা মহাকাশ সংস্থাগুলিকে রক্ষা করা; বেসরকারি উদ্যোগে মহাকাশ শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করা; বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণের মাধ্যমে মহাকাশ প্রযুক্তির উন্নতি ঘটানো এবং ভারতের নেতৃত্বকে শক্তিশালী করা; আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতকে সহায়তা করা।

এই তহবিল গঠনের ফলে ভারতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, ব্যবসার সম্প্রসারণ, গবেষণা ও উন্নয়নে লগ্নি আসবে। ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস এবং উৎপাদন সহ লগ্নির প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

PG/MP/SB


(Release ID: 2067798) Visitor Counter : 54