প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বেঙ্গালুরুতে বাড়ি ভেঙে জীবনহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর; পিএমএনআরএফ থেকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা

Posted On: 24 OCT 2024 7:47AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ অক্টোবর ২০২৪

 

বেঙ্গালুরুতে বাড়ি ভেঙে পড়ায় জীবনহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মৃতদের নিকটাত্মীয়ের জন্য পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“বেঙ্গালুরুতে বাড়ি ভেঙে পড়ায় জীবনহানিতে শোকাহত। নিহতদের প্রিয়জনের সঙ্গে আমিও সমব্যাথি। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন।

পিএমএনআরএফ থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা : PM @narendramodi”

 

PG/AB/AS


(Release ID: 2067791) Visitor Counter : 32