প্রধানমন্ত্রীরদপ্তর
সরকারের প্রধান হিসেবে ২৩ বছর পূর্ণ হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
আমার ১৩ বছরের মুখ্যমন্ত্রীত্বে গুজরাট ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে
২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী
Posted On:
07 OCT 2024 9:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৪
সরকারের প্রধান হিসেবে ২৩ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময়ে গুজরাট ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। গত এক দশকের যাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে এখন অনেক আশা নিয়ে ভারতকে দেখা হচ্ছে। নাগরিকদের উদ্দেশে শ্রী মোদী বলেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাবেন এবং বিকশিত ভারতের সম্মিলিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“#23YearsOfSeva…
সরকারের প্রধান হিসেবে আমি ২৩ বছর পূর্ণ করায় যাঁরা আমাকে শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ২০০১ সালের ৭ অক্টোবর আমি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। আমার দল বিজেপি মহানুভবতা দেখিয়ে আমার মতো একজন সামান্য কার্যকর্তাকে রাজ্য প্রশাসনের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিল।”
“আমি যখন মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নিই, তখন গুজরাট অসংখ্য চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ছিল – ২০০১ সালে কচ্ছ-এর ভূমিকম্প, তার আগে সুপার সাইক্লোন, খরা এবং কয়েক দশক ধরে কংগ্রেসের অপশাসনের দরুণ লুঠ, সাম্প্রদায়িকতা ও জাতপাতের অভিশাপ। জনশক্তির বলে বলীয়ান হয়ে আমরা গুজরাটের পুনর্গঠন করেছি। রাজ্যকে প্রগতির নতুন শিখরে পৌঁছে দিয়েছি। এমনকি, কৃষির মতো ক্ষেত্র যেখানে গুজরাট বরাবর পিছিয়ে ছিল, সেখানেও আজ রাজ্য শিখরে পৌঁছেছে।”
“আমার ১৩ বছরের মুখ্যমন্ত্রীত্বে গুজরাট ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে, সব সম্প্রদায়ের সমৃদ্ধি নিশ্চিত হয়েছে। ২০১৪ সালে ভারতের মানুষ আমার দলকে রেকর্ড ভোটে জিতিয়ে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। সে ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ৩০ বছরের মধ্যে সেই প্রথম কোনো দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।”
“ভারতের উন্নয়ন যাত্রার সুবাদে আজ সারা বিশ্ব বিপুল আশার সঙ্গে ভারতের দিকে চেয়ে রয়েছে। সারা পৃথিবী আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, আমাদের এখানে বিনিয়োগ করতে চাইছে, আমাদের সাফল্যের অংশ হতে চাইছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, সুস্থিত উন্নয়ন লক্ষ্য অর্জনের মতো বিশ্বের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত নিরলসভাবে কাজ করে চলেছে।”
“বছরের পর বছর ধরে অনেক কাজ করা হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ করা বাকি। এই ২৩ বছরের অভিজ্ঞতা আমাদের এমন কিছু যুগান্তকারী প্রয়াস নেওয়ার উপযুক্ত করে তুলেছে, যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গভীর প্রভাব ফেলেছে। আমি সহ-নাগরিকদের আশ্বস্ত করে বলতে চাই যে আমি এইভাবেই কাজ করে যাব। মানুষের সেবায় আমার কাজের আগ্রহ আরও বেড়ে চলবে। যতদিন না বিকশিত ভারতের সম্মিলিত লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে, ততদিন আমি বিশ্রাম নেব না।”
PG/SD/DM
(Release ID: 2063404)
Visitor Counter : 26
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam