প্রধানমন্ত্রীরদপ্তর
মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মুম্বাই মেট্রোর পরিষেবার সম্প্রসারণের মধ্য দিয়ে মানুষের ‘সহজ জীবনযাত্রা’ নিশ্চিত হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মুখ্যমন্ত্রী মাঝী লেড়কি বহিন যোজনা’র সুবিধাভোগী এবং যাঁরা মেট্রো রেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, সেইসব শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন
Posted On:
05 OCT 2024 9:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের প্রথম পর্যায়ের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সম্প্রসারণের ফলে জনসাধারণের সহজ জীবনযাত্রা নিশ্চিত হবে।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মুম্বাই মেট্রোর পরিষেবার সম্প্রসারণ হয়েছে, জনসাধারণের সহজ জীবনযাত্রা নিশ্চিত হয়েছে! মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের প্রথম পর্যায়ের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে অভিনন্দন জানাই”।
প্রধানমন্ত্রী এই মেট্রোয় সফরকালে ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মুখ্যমন্ত্রী মাঝী লেড়কি বহিন যোজনা’র সুবিধাভোগী এবং যাঁরা মেট্রো রেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, সেইসব শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মুখ্যমন্ত্রী মাঝী লেড়কি বহিন যোজনা’র সুবিধাভোগী এবং যাঁরা মেট্রো রেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, সেইসব শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে ভালো লাগলো”।
PG/CB/SB
(Release ID: 2062866)
Visitor Counter : 30
Read this release in:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam