প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তিতে দেশ-বিদেশের নেতৃবৃন্দের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে

प्रविष्टि तिथि: 02 OCT 2024 2:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২৪

 

স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তি এবং এর সাফল্যে উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মতে, ভারতের এই পরিচ্ছন্নতা অভিযান এক কথায় দেশের ভাবমূর্তিকেই বদলে দিয়েছে। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও পরিচ্ছন্নতার এই অভিযান সফল হয়েছে মূলত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা প্রসূত পরিকল্পনা ও নেতৃত্বে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক ডঃ টি এ গ্যাব্রিসাসের মন্তব্য তুলে ধরে সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের কর্মপ্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন ডঃ গ্যাব্রিসাস। এই উদ্যোগ ও কর্মসূচিকে পরিবর্তনশীলতার এক পরাকাষ্ঠা বলে বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক বলেছেন যে নিরন্তর উন্নয়নের লক্ষ্যমাত্রায় উপনীত হওয়ার এ হল এক প্রশংসনীয় উদ্যোগ ও পদক্ষেপ যা দেশের সকল সম্প্রদায়ের মানুষকে অপরিচ্ছন্নতামুক্ত এবং সুস্থতর এক ভারত গড়ে তুলতে সাহায্য করবে। 

বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট শ্রী অজয় বাঙ্গারের শুভেচ্ছা বার্তা সমাজমাধ্যমে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযান উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা সম্ভব করে তোলার মাধ্যমে ভারতের রূপান্তর প্রচেষ্টায় তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ যার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 

অন্যদিকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট শ্রী এম আসাকাওয়ার শুভেচ্ছা বার্তাও সকলের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শ্রী এম আসাকাওয়া স্বচ্ছ ভারত অভিযানকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর। তিনি এই প্রচেষ্টাকে রূপান্তরধর্মী এক উদ্যোগ বলে বর্ণনা করেছেন। ভারতের এই সাফল্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যে বিশেষভাবে গর্বিত, একথাও তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন ব্যাঙ্কের প্রেসিডেন্ট।

আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্কর তাঁর শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন যে স্বচ্ছ ভারত অভিযানের যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন ভারতের প্রিয় প্রধানমন্ত্রী, তাতে সাড়া দিয়ে দেশবাসী মনেপ্রাণে তা গ্রহণ করেছেন। 

টাটা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী রতন টাটা তাঁর বক্তব্যে স্বচ্ছ ভারত অভিযানের দশম বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। 

এছাড়াও, মাইক্রোসফ্‌ট-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার শ্রী বিল গেট্‌স-এর বক্তব্যকেও সমাজমাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শ্রী গেট্‌স বলেছেন, স্বাস্থ্য তথা স্বাস্থ্য ব্যবস্থার ওপর স্বচ্ছ ভারত মিশনের প্রভাব সত্যিই বিস্ময়কর।


PG/SKD/DM


(रिलीज़ आईडी: 2061305) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam