প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

আগামীকাল মহারাষ্ট্রে ১১,২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করবেন জাতির উদ্দেশেও

Posted On: 28 SEP 2024 6:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 

আগামীকাল, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ভিডিয়ো কনফারেন্সের এক মঞ্চে মহারাষ্ট্রের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তিনি কয়েকটি প্রকল্প উৎসর্গ করবেন জাতির উদ্দেশেও। 

পুণে মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়া উপলক্ষে জেলা আদালত থেকে স্বরগেট পর্যন্ত মেট্রো সেকশনটির ওইদিন উদ্বোধনও করবেন তিনি। মাটির তলা বরাবর নির্মিত এই সেকশনটির জন্য ব্যয় হয়েছে ১,৮১০ কোটি টাকার মতো। 

এছাড়াও, প্রায় ২,৯৫৫ কোটি টাকা ব্যয়ে পুণে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় স্বরগেট থেকে কাটরাজ পর্যন্ত লাইন সম্প্রসারণ প্রকল্পের এদিন শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। ৫.৪৬ কিলোমিটার বিস্তৃত এই অংশটি তৈরি হবে সম্পূর্ণভাবে মাটির তলায়। মার্কেট ইয়ার্ড, পদ্মাবতী এবং কাটরাজ নামে তিনটি স্টেশনও নির্মিত হবে এই অংশে। 

আগামীকালের কর্মসূচির একটি অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে উৎসর্গ করবেন বিড়কিন শিল্পাঞ্চলটি। ৭,৮৫৫ একর বরাবর বিস্তৃত এই প্রকল্পটি জাতীয় শিল্প করিডর উন্নয়ন কর্মসূচির একটি বিশেষ অঙ্গ। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই প্রকল্পটির। দিল্লি-মুম্বাই শিল্প করিডরের আওতায় গড়ে ওঠা এই প্রকল্পটির মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে কর্মব্যস্ত একটি অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠার প্রভূত সম্ভাবনা। প্রকল্পটি রূপায়িত হবে তিনটি ভিন্ন ভিন্ন পর্যায়ে। প্রকল্পের মোট ব্যয়ভার ধরা হয়েছে ৬,৪০০ কোটি টাকা। 

প্রধানমন্ত্রী আগামীকাল সোলাপুর বিমানবন্দরটিরও উদ্বোধন করবেন। এর ফলে সোলাপুরের সঙ্গে রাজ্যের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে উঠবে বলে সরকার আশা করে। বিশেষত, পর্যটক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। সোলাপুরের টার্মিনাল বিল্ডিংটিকেও নতুন করে গড়ে তোলা হয়েছে। এর ফলে বছরে ৪ লক্ষ ১০ হাজারের মতো বিমানযাত্রী এটি ব্যবহার করতে পারবেন।

ভিদেওয়াড়ায় মেমোরিয়াল ফর ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাঈ ফুলেস ফার্স্ট গার্লস স্কুল-এর শিলান্যাসও করবেন শ্রী নরেন্দ্র মোদী। 
 
PG/SKD/DM



(Release ID: 2060013) Visitor Counter : 5