নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রাত ১১টা ৪৫ মিনিটের হিসেবানুযায়ী ভোটদানের হার ৫৭.০৩ শতাংশ

प्रविष्टि तिथि: 26 SEP 2024 4:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ 

 

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রাত ১১টা ৪৫ মিনিটের হিসেবানুযায়ী ভোটদানের হার ৫৭.০৩ শতাংশ। তৃণমূল স্তরের আধিকারিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোটার টার্নআউট অ্যাপ – এ জেলাওয়াড়ি এবং বিধানসভার আসন অনুযায়ী, সর্বশেষ তথ্য দেওয়া হবে। এর মধ্যে বাদগাঁও - এ ৬২.৯৮ শতাংশ, গান্ডেরওয়ালে ৬২.৫১ শতাংশ, পুঞ্চে ৭৩.৮ শতাংশ, রাজৌরিতে ৭০.৯৫ শতাংশ, রিয়াসিতে ৭৪.৭ শতাংশ এবং শ্রীনগরে ২৯.৮১ শতাংশ ভোট পড়েছে। বাদগাঁও এবং রাজৌরি জেলায় এ ৫টি, গান্ডেরওয়াল জেলায় ২টি, পুঞ্চ এবং রিয়াসি জেলায় ৩টি ও শ্রীনগর জেলায় ৮টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 
ফিল্ড অফিসারদের থেকে পাওয়া তথ্যানুযায়ী, ভোটদানের হার সংক্রান্ত সর্বশেষ খবর দেওয়া হয়েছে। তবে, এখনও কয়েকটি বুথের ভোটদানের হার জানা যায়নি। এছাড়াও, পোস্টাল ব্যালট সম্পর্কিত তথ্য আসেনি। প্রতিটি থানা থেকে ১৭সি ফর্ম পাওয়া গেলে ভোটদান হারের সঠিক চিত্র মিলবে। 

 

PG/CB/SB


(रिलीज़ आईडी: 2058981) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil