প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Posted On: 22 SEP 2024 11:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রসঙ্ঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী মহামান্য কে পি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করেন। 
দুই নেতার মধ্যে ভারত ও নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে, উন্নয়ন অংশীদারিত্ব, জলবিদ্যুৎ সহযোগিতা, মানুষে মানুষে পারস্পরিক বন্ধন প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি নিয়ে দুই নেতা সন্তোষ প্রকাশ করেন। 


আন্তর্জাতিক সৌর জোটে (আইএসএ) ১০১তম দেশ হিসেবে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দেন তিনি। প্রতিবেশী সর্বাগ্রে নীতিতে ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলির তালিকায় রয়েছে নেপাল। 

 

PG/MP/SB



(Release ID: 2058082) Visitor Counter : 6