প্রধানমন্ত্রীরদপ্তর
নিরাপদ ও সুরক্ষিত আন্তর্জাতিক পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সরবরাহ-শৃঙ্খল গড়ার লক্ষ্যে ভারত-মার্কিন উদ্যোগের রোডম্যাপ
Posted On:
22 SEP 2024 8:12AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৪
জাতীয় এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হ’ল – উচ্চ মানের কর্মসংস্থান, আন্তর্জাতিকভাবে পরিবেশ-বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ুর ক্ষেত্রে লক্ষ্য অর্জন।
এইসব লক্ষ্য পূরণে ভারত ও আমেরিকা কারিগরি, আর্থিক ও নীতি-নির্ধারণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এই পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রি-কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি)-এর মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলার লগ্নির ব্যাপারে কাজ করে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের মধ্যে রয়েছে – ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলা। মূলত সৌর, বায়ু, ব্যাটারি, বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা এবং উচ্চ প্রযুক্তির এয়ার কন্ডিশনার এবং সিলিং ফ্যান সরবরাহ শৃঙ্খলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিবেশ-বান্ধব বিদ্যুৎ-শৃঙ্খল গড়ে তুলতে ভারত ও আমেরিকা সরকারি সংস্থা, নাগরিক সমাজ, দুই দেশের বেসরকারি ক্ষেত্র এবং বহুমাত্রিক উন্নয়ন ব্যাঙ্কগুলির সঙ্গে কাজ করতে আগ্রহী।
বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পে আফ্রিকাতেও পরিবেশ-বান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার উপর নজর দেওয়া হচ্ছে। পরিবেশ-বান্ধব শক্তির উপকরণ তৈরিতে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথ অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সৌরশক্তি এবং বৈদ্যুতিক যানের ব্যবহার বাড়াতে আফ্রিকার সঙ্গে অংশীদারদের মাধ্যমে যৌথভাবে কাজ করতে পারে। বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আমেরিকা ভারতীয় সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। ভারতের উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা প্রকল্পে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। পারস্পরিক সহযোগিতা এবং নীতি-নির্ধারণের ক্ষেত্রে শিল্পমহলের সঙ্গে শলাপরামর্শের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত পরিবেশ-বান্ধব প্রযুক্তির চাহিদা বাড়বে।
PG/MP/SB
(Release ID: 2058081)
Visitor Counter : 97