প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সিইও-দের গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছেন
Posted On:
22 SEP 2024 11:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি), স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আয়োজিত প্রযুক্তি শিল্প সংস্থাগুলির শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে আলাপচারিতায় মিলিত হলেন। প্রযুক্তি সংক্রান্ত গোলটেবিল বৈঠকে আলোকপাত করা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কোয়ান্টাম; বায়ো-টেকনোলজি ও লাইফসায়েন্স; কম্পিউটিং, আইটি ও কমিউনিকেশন এবং সেমি-কন্ডাক্টর প্রযুক্তির ওপর।
সিইও-রা আন্তর্জাতিক স্তরে প্রযুক্তির বিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গভীর আলোচনায় অংশ নিলেন। কিভাবে এই অত্যাধুনিক প্রযুক্তি ভারত সহ বিশ্বের মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, সেই নিয়ে মতবিনিময় করলেন তাঁরা। উদ্ভাবনের উৎকর্ষ বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার যা আন্তর্জাতিক অর্থনীতি এবং মানবিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে, সে নিয়েও কথা হল।
প্রধানমন্ত্রী প্রযুক্তি শিল্প সংস্থাগুলির কর্তাদের একসঙ্গে বসানোয় এমআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং তার ডিনদের প্রয়াসের প্রশংসা করেন। তিনি বলেন যে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সার্বিক আন্তর্জাতিক রণকৌশলগত অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে আছে প্রযুক্তিগত সহযোগিতা এবং ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস (আইসিইটি)-এর মতো প্রয়াস। তিনি জোর দিয়ে বলেন যে তাঁর তৃতীয় দফায় ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে সর্বতো প্রয়াস নেবে। তিনি সংস্থাগুলিকে ভারতের উন্নয়নের সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করেন। জোর দেন সহযোগিতা এবং উদ্ভাবনে। প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, সংস্থাগুলি বিশ্বের জন্যই ভারতে যৌথভাবে উন্নয়ন, নকশা তৈরি এবং উৎপাদন করতে পারে। এই সূত্রে ভারতের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বৃদ্ধির সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি। শ্রী মোদী বাণিজ্য কর্তাদের মেধাস্বত্ব সুরক্ষা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের পৃষ্ঠপোষকতায় ভারতের গভীর দায়বদ্ধতার বিষয়ে আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রী ভারতে ঘটমান অর্থনৈতিক রূপান্তরের ওপর বিশেষ করে, ইলেক্ট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি উৎপাদন, সেমি-কন্ডাক্টর, বায়ো-টেক, গ্রিন ডেভেলপমেন্টের ওপর আলোকপাত করেন। তিনি জানান যে তাঁর সরকার সেমি-কন্ডাক্টর উৎপাদনে ভারতকে বিশ্ব তালুকে পরিণত করতে দায়বদ্ধ। ভারতকে বায়ো-টেক পাওয়ার হাউসে পরিণত করতে ভারতের বায়ো-ই৩ নীতির বিষয়েও বলেন তিনি। কৃত্রিম মেধা সম্পর্কে তিনি উল্লেখ করেন, ভারতের নীতিই হল সকলের জন্য কৃত্রিম মেধা। তিনি এর নৈতিক এবং দায়বদ্ধতার সঙ্গে ব্যবহারের ওপর জোর দেন।
সিইও-রা ভারতের সঙ্গে একযোগে কাজ করার এবং বিনিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেন। উদ্ভাবন-বান্ধব নীতি এবং ক্রমবর্ধমান বিপণনের সুযোগ চালিত আন্তর্জাতিক প্রযুক্তি তালুক হিসেবে ভারতের প্রবল উপস্থিতির বিপুল প্রশংসা করেন প্রযুক্তি শিল্প সংস্থাগুলির কর্তারা। তাঁরা ভারতে উদ্ভাবন এবং নতুন প্রযুক্তি তৈরির সুবিধা নিতে স্টার্ট-আপগুলিতে বিনিয়োগ করতে সম্মত হন।
গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করেন ইনস্টিটিউটের চিফ ইনোভেশন অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার এবং এমআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক অনন্ত চন্দ্রাকাসন। তিনি প্রধানমন্ত্রী এবং সিইও-দের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি প্রযুক্তির উন্নতি এবং বিশ্ব কল্যাণে এর সহজপ্রাপ্যতায় এমআইটি-র দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে যোগ দেন ১৫টি প্রতিষ্ঠানের সিইও-রা।
PG/AP/DM.
(Release ID: 2057987)
Visitor Counter : 34
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam