প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের সমাবেশে ভাষণ প্রধানমন্ত্রীর

Posted On: 23 SEP 2024 12:28AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নিউ ইয়র্কের লং দ্বীপে ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেন। ১৫ হাজারেরও বেশি মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। 

 উষ্ণ আতিথেয়তা এবং নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বংশোদ্ভূতদের জন্যই ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক সমৃদ্ধ হয়েছে, যা দুই বৃহৎ গণতান্ত্রিক দেশের মধ্যে মজবুত সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রধানমন্ত্রী আগের দিন ডেলাওয়ারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন। 


প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তাঁর ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের মানুষ পরপর তিনবার তাঁকে নির্বাচিত করেছেন, যা তাঁকে ভারতের অগ্রগতিতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা যুগিয়েছে। গত এক দশকে ভারতে বিভিন্ন পরিবর্তনের কথা উল্লেখ করেন শ্রী মোদী। এর মধ্যে রয়েছে – পরবর্তী প্রজন্মের পরিকাঠামো সৃষ্টি থেকে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনা, ভারতের আর্থিক অগ্রগতি এবং বিশ্বের দশম বৃহত্তম থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠা এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা। 


দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন সংস্কারমূলক কাজে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে উদ্ভাবন, শিল্পোদ্যোগ, স্টার্টআপ, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ক্ষমতায়নের ক্ষেত্রে দেশে নতুন প্রাণসঞ্চারের কথা উল্লেখ করেন তিনি। 


প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিকাশ, সমৃদ্ধি, শান্তি ও সুরক্ষা, জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ, উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 

প্রধানমন্ত্রী আমেরিকার বোস্টন এবং লস এঞ্জেলসে দুটি নতুন ভারতীয় দূতাবাস চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেইসঙ্গে, হিউস্টন বিশ্ববিদ্যালয়ে তামিল চর্চার জন্য ‘থিরুভাল্লুবার চেয়ার’ সৃষ্টির কথা জানান তিনি। এইসব উদ্যোগের ফলে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

 

PG/MP/SB



(Release ID: 2057930) Visitor Counter : 12