শিল্পওবাণিজ্যমন্ত্রক
কেন্দ্রীয় সরকারের বর্তমান কার্যকালের ১০০ দিনের পরিপ্রেক্ষিতে জিইএম-এর পোর্টালে বিভিন্ন মূল্যের অর্ডারের ওপর লেনদেন চার্জ কমিয়ে আনার কথা ঘোষণা
Posted On:
21 SEP 2024 1:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২৪
কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক কাজকর্মকে আরও সহজ করে তুলতে এবং এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে আরও বেশি করে অন্তর্ভুক্তিমূলক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই অঙ্গীকার অনুসরণ করে জিইএম (গভর্নমেন্ট ই-মার্কেট প্লেস) সম্প্রতি এই মঞ্চটি ব্যবহার যে সমস্ত বিক্রেতা ও পরিষেবা প্রদানকারী ব্যক্তি বা সংস্থা লেনদেন করতে আগ্রহী, তাদের জন্য লেনদেনের চার্জ অনেকটাই কমিয়ে আনার কথা ঘোষণা করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কার্যকালের পরিপ্রেক্ষিতে এই সাহসী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই কারণে জিইএম পোর্টালে ঘোষণা করা হয়েছে একটি নতুন রাজস্ব নীতির কথাও। এ বছরের ৯ আগস্ট থেকে তা কার্যকর হচ্ছে।
এই নতুন নীতি অনুযায়ী, ১০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের যে কোন অর্ডারের ক্ষেত্রে কোনরকম লেনদেন চার্জ ধার্য হবে না। এর আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যেত।
অন্যদিকে, ১০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত অর্ডারের ক্ষেত্রে মোট মূল্যের ০.৩০ শতাংশ লেনদেনের চার্জ হিসেবে ধার্য করা হবে। এর আগে তা ধার্য করা হত ০.৪৫ শতাংশ হারে।
আবার, ১০ কোটি টাকার বেশি মূল্যের অর্ডারের ক্ষেত্রে লেনদেন চার্জ ধার্য হবে মাত্র ৩ লক্ষ টাকা।
PG/SKD/DM
(Release ID: 2057437)
Visitor Counter : 29