কেন্দ্রীয়মন্ত্রিসভা
প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান (পিএম-আশা)-র প্রকল্পগুলি অব্যাহত রাখার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
18 SEP 2024 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান (পিএম-আশা)-এর প্রকল্পগুলি অব্যাহত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ভালো দাম পাওয়া নিশ্চিত করতে এবং উপভোক্তারা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ওঠা-নামার সমস্যার সম্মুখীন না হন, তারজন্য এই প্রকল্পগুলি সহায়ক হবে।
২০২৫-২৬ সময়কাল পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে ৩৫,০০০ কোটি টাকা। মূল্য সহায়ক প্রকল্প এবং মূল্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তহবিল এই প্রকল্পের আওতায় গড়ে তোলা হবে। এছাড়াও প্রাইস ডেফিসিট পেমেন্ট স্কিম এবং মার্কেট ইনটারভেনশন স্কিমের মাধ্যমে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের যথাযথ দাম পান, তা নিশ্চিত করা হবে। অন্যদিকে উপভোক্তারা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পারেন, সেটিও এই প্রকল্পগুলির মাধ্যমে নিশ্চিত হবে।
২০২৪-২৫ অর্থবর্ষে ডালশস্য, তৈলবীজ এবং নারকোলের শাঁসের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে জাতীয় উৎপাদনের নিরিখে ২৫ শতাংশ ফসল সংগ্রহ করা হবে। তবে অড়হর, মুসুর এবং বিউলির ডালের ক্ষেত্রে এর পরিমাণ ১০০ শতাংশই থাকবে।
সরকার কৃষকদের থেকে এগুলি সংগ্রহ করার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি করে ৪৫,০০০ কোটি টাকা ধার্য করেছে। এরফলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, কৃষকদের থেকে আরও অধিক পরিমাণে ডালশস্য তৈলবীজ এবং নারকোলের শাঁস সংগ্রহ করতে পারবে। নাফেড-এ ই সমৃদ্ধি পোর্টাল এবং এনসিসিএফ-এর ই-সংযুক্তি পোর্টালে যেসব কৃষক নাম নথিভুক্ত করেছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সংশ্লিষ্ট দপ্তরগুলি শস্য সংগ্রহ করার ফলে বাজারে প্রয়োজনীয় শস্যের যোগান সম্ভব হবে। এরফলে উপভোক্তারাও কৃষি পণ্যের দাম ওঠা-নামার সমস্যা থেকে রেহাই পাবেন।
বাজারে ডালশস্যের যোগান উপভোক্তা বিষয়ক দপ্তর থেকে নিশ্চিত করার ফলে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিমভাবে ঘাটতি তৈরির সুযোগ থাকবে না। মূল্যের স্থিতাবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তহবিল থেকে টমেটো এবং ভারত ডাল, ভারত আটা ও ভারত চাল সরবরাহ করার মধ্য দিয়ে উপভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে। সরকার মার্কেট ইনটারভেনশন স্কিমের মাধ্যমে উদ্যান পালনজাত ফসলগুলির দাম কৃষকরা যাতে যথাযথভাবে পান তা নিশ্চিত করবে। টমেটো, পেঁয়াজ এবং আলুর মতো ফসলের ক্ষেত্রে নাফেড ও এনসিসিএফ-এর সাহায্যে উৎপাদনকারী রাজ্য এবং যেখানে সংশ্লিষ্ট ফসলের চাহিদা বেশি, সেই অঞ্চলের মধ্যে সরবরাহ ব্যবস্থা বজায় রাখা হবে।
PG/ CB /NS
(Release ID: 2056454)
Visitor Counter : 45
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam