জলশক্তি মন্ত্রক
রাষ্ট্রপতি নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৭ সেপ্টেম্বর ২০২৪-এ অষ্টম ভারত জল সপ্তাহের উদ্বোধন করবেন
Posted On:
16 SEP 2024 4:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে ১৭ সেপ্টেম্বর অষ্টম ভারত জল সপ্তাহ ২০২৪-এ উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল এবং প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধুরী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৭-২০ সেপ্টেম্বর ২০২৪-এ এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করছে জলশক্তি মন্ত্রক।
PG/AP/NS
(Release ID: 2055500)
Visitor Counter : 39