রাষ্ট্রপতিরসচিবালয় 
                
                
                
                
                
                    
                    
                        ওনামের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                14 SEP 2024 6:38PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২৪
 
"শুভ ওনাম উপলক্ষে দেশের সকল নাগরিককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষত ভারতে এবং বিদেশে বসবাসরত কেরলের সমস্ত ভাই-বোনদের জন্যই রইলো আমার শুভেচ্ছা। 
উৎসাহ ও আনন্দের সঙ্গে ফসল ঘরে তোলার এ হল এক বিশেষ উৎসব। একই সঙ্গে আবার তা কেরলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা উদযাপনের এক বিশেষ ক্ষণ। এই উপলক্ষটিকে কেন্দ্র করে আমরা কৃষিজীবী মানুষদের জানাই আমাদের গভীর কৃতজ্ঞতার কথা। কারণ, জাতি যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে তাঁরা নিরলস পরিশ্রম করে চলেছেন। সমৃদ্ধির এই উৎসব দেশের সামাজিক সম্প্রীতির বিকাশেও আমাদের অনুপ্রাণিত করে। 
প্রার্থনা করি যে দেশের ঐক্য ও শান্তি আরও জোরদার হয়ে উঠুক। আসুন আমরা একযোগে কাজ করে যাই ভারতকে এক উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে।"
রাষ্ট্রপতির বার্তাটি পড়তে এখানে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024914394401.pdf
 
PG/SKD/AS
                
                
                
                
                
                (Release ID: 2055259)
                Visitor Counter : 63