আয়ুষ
azadi ka amrit mahotsav g20-india-2023

ভেষজ ওষুধ ‘সিদ্ধা’ কিশোরীদের রক্তাল্পতার প্রবণতা কমায় : সমীক্ষা

Posted On: 10 SEP 2024 1:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর ২০২৪

 

ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজ পত্রিকায় প্রকাশিত জনস্বাস্থ্যগত বিভিন্ন উদ্যোগের ওপর গবেষকদের একটি সমীক্ষায় দাবি করা হয়েছে যে ভেষজ ওষুধ ‘সিদ্ধা’ কিশোরীদের রক্তাল্পতার প্রবণতা কমায়। 

এই গবেষকদের মধ্যে রয়েছেন আয়ুষ মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিদ্ধা, তামিলনাড়ুর জেভিয়ার রিসার্চ ফাউন্ডেশন এবং ভেলুমাইলু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, বিভিন্ন প্রকরণের সিদ্ধার মিশ্রণে গঠিত ওষুধ রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। ২,৬৪৮ জন কিশোরীকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২,৩০০ জন ৪৫ দিনের সমীক্ষা কর্মসূচিতে প্রথম থেকেই ছিল। এবিএমএন নামে ওই মিশ্রণ তাদের ওপর প্রয়োগ করা হয় ৪৫ দিন ধরে। 

রক্তে হেমোগ্লোবিনের মাত্রা বাড়ার পাশাপাশি এদের শ্বাসকষ্ট, ক্লান্তি, মাথাধরার মতো উপসর্গও অনেক কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী ১১.৯ এমজি/ডিএল বা তার বেশি মাত্রার হেমোগ্লোবিন কাম্য। অনুপাতটি ৮.০ এমজি/ডিএল-এর নিচে হলে রক্তাল্পতা খুবই বেশি বুঝতে হবে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিদ্ধার নির্দেশক ডঃ আর মীনাকুমারী বলেছেন, আয়ুষ মন্ত্রকের জনস্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগে ‘সিদ্ধা’ ওষুধটির বিশেষ ভূমিকা রয়েছে। 

সমীক্ষাটি দেখতে ক্লিক করুন –

https://or.niscpr.res.in/index.php/IJTK/article/view/11826#:~:text=Marked%20reduction%20of%20various%20clinical,and%20mild%20anemic%20girls%2C%20respectively.

PG/AC/DM



(Release ID: 2053605) Visitor Counter : 27