প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১১ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়া, ২০২৪-এর উদ্বোধন করবেন

Posted On: 09 SEP 2024 8:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক্সপো মার্ট-এ ১১ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়া, ২০২৪-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। 

সেমি-কন্ডাক্টরের নকশা, উৎপাদন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রশ্নে ভারতকে বিশ্বের অন্যতম কেন্দ্র করে তোলা প্রধানমন্ত্রীর স্বপ্ন। সেই অনুযায়ী, ১১-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর মূল ভাবনা রাখা হয়েছে – ‘সেমি-কন্ডাক্টর ক্ষেত্রে ভবিষ্যতের নির্মাণ (শেপিং দ্য সেমি-কন্ডাক্টর ফিউচার)’।

তিনদিনের এই সম্মেলনে সেমি-কন্ডাক্টর ক্ষেত্রে ভারতকে বিশ্বের অন্যতম কেন্দ্র করে তুলতে সরকারের কৌশলগত অবস্থান এবং নীতির বিষয়গুলি তুলে ধরা হবে। আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথিতযশা সেমি-কন্ডাক্টর বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয়রা। বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরাও যোগ দেবেন এই সম্মেলনে। ২৫০-এরও বেশি সংস্থা সেমি-কন্ডাক্টর ক্ষেত্রে নিজেদের সাফল্য তুলে ধরবে। ভাষণ দেবেন ১৫০ জন প্রতিনিধি।
 
PG/AC/DM


(Release ID: 2053374) Visitor Counter : 68