প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রুপো জয়ের জন্য যোগেশ কাঠুনিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 02 SEP 2024 8:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৪


প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ডিসকাস থ্রো-এ এফ ৫৬ বিভাগে রুপো জয়ের জন্য যোগেশ কাঠুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

কাঠুনিয়ার সুদৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সহনশীলতার প্রশংসা করেছেন শ্রী মোদী।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“#Paralympics2024!-এ পুরুষদের ডিসকাস থ্রো-এর এফ ৫৬ বিভাগে রুপো জিতে ভারতকে গর্বিত করার জন্য @YogeshKathuniya-কে অভিনন্দন। তার সুদৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সহনশীলতা অতুলনীয়। আগামী দিনেও তার জন্য শুভেচ্ছা #Cheer4Bharat।”


PG/SD/SKD


(Release ID: 2051440) Visitor Counter : 41