মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

জাতীয় শিল্প করিডর বিকাশ কর্মসূচির আওতায় মোট ২৮,৬০২ কোটি টাকার ১২টি শিল্প শহর প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 28 AUG 2024 3:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ আগস্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজকের সিদ্ধান্তের সুবাদে ভারত খুব শীঘ্রই শিল্পায়িত স্মার্ট সিটির একটি উজ্জ্বল রত্নহারে সজ্জিত হয়ে উঠবে। জাতীয় শিল্প করিডর বিকাশ কর্মসূচির আওতায় মোট ২৮,৬০২ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা হবে ১২টি শিল্পায়িত শহর। 

১০টি রাজ্যে ৬টি বড় করিডরের আশপাশে এই প্রকল্প রূপায়িত হবে। নির্বাচিত শহরগুলির মধ্যে রয়েছে – উত্তরাখণ্ডের খুরপিয়া, পাঞ্জাবের রাজপুরা-পাতিয়ালা, মহারাষ্ট্রের দীঘি, কেরালার পালাক্কাড়, উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ, বিহারের গয়া, তেলঙ্গনার জাহিরাবাদ, অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পার্থি এবং রাজস্থানের যোধপুর-পালি।

জাতীয় শিল্প করিডর বিকাশ প্রকল্পের লক্ষ্য হল দেশে একটি প্রাণবন্ত শিল্প পরিমণ্ডল গড়ে তোলা – যেখানে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রও প্রসারিত হবে। এই শিল্প শহরগুলি ২০৩০ নাগাদ ২ ট্রিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মহাপরিকল্পনার সঙ্গে সাযুজ্যপূর্ণ এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের শিল্পায়নে বিশেষ ভূমিকা নেবে। 

জাতীয় শিল্প করিডর বিকাশ কর্মসূচির সুবাদে ১০ লক্ষ প্রত্যক্ষ এবং ৩০ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে পরিবেশ-বান্ধব উন্নয়ন এবং ধারাবাহিক বিকাশের ধারণাটিও গুরুত্ব পাচ্ছে।

 

PG/AC/DM



(Release ID: 2049597) Visitor Counter : 49