কেন্দ্রীয়মন্ত্রিসভা

‘কৃষি পরিকাঠামো তহবিল’-এর আওতায় কেন্দ্রীয় প্রকল্পের বিস্তারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 28 AUG 2024 3:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অগাস্ট, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ‘কৃষি পরিকাঠামো তহবিল’-এর আওতায় কেন্দ্রীয় অর্থ সহায়তা প্রকল্পের বিস্তারে অনুমোদন দিয়েছে। এর জেরে এটি আরও আকর্ষণীয়, প্রভাব সৃষ্টিকারী এবং অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। 

দেশের কৃষি পরিকাঠামোকে আরও প্রসারিত ও মজবুত করতে এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কৃষি পরিকাঠামো তহবিলের বিস্তারে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে।

লাভজনক কৃষি সম্পদ : লাভজনক কৃষি সম্পদ সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিদের অর্থ সাহায্য করা হবে। এর ফলে, কৃষি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি করে লাভজনক প্রকল্প গড়ে উঠবে, যার সুবাদে উৎপাদনশীলতা ও সুস্থিতি বাড়বে।

সংযুক্ত প্রক্রিয়াকরণ প্রকল্প : এর আওতায় প্রাথমিক ও পরবর্তী স্তরের প্রক্রিয়াকরণ প্রকল্পগুলিকে সংযুক্ত করা হবে। তবে, এর আওতায় পৃথক পরবর্তী স্তরের প্রকল্পগুলিকে আনা হবে না। সেগুলি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রকল্পের আওতায় আসবে। 

পিএম কুসুম উপাদান কম্পোনেন্ট–এ : পিএম কুসুম কম্পোনেন্ট-এ উপাদানগুলিকে কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় আনা হবে। এর ফলে, একদিকে যেমন দূষণমুক্ত জ্বালানির প্রসার ঘটবে, তেমনি কৃষি পরিকাঠামোর উন্নয়ন হবে। 

এনএবি সংকর্ষণ : সিজিটিএমএসই-র পাশাপাশি কৃষি পরিকাঠামো তহবিলের ঋণ সংক্রান্ত গ্যারান্টি, এনএবি সংকর্ষণ ট্রাস্টি কোম্পানী প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কৃষক উৎপাদক সংস্থাগুলিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, কৃষক উৎপাদক সংস্থাগুলির অর্থনৈতিক সুরক্ষা এবং ঋণ গ্রহণের সামর্থ বাড়বে। সব মিলিয়ে কৃষি পরিকাঠামো পরিকাঠামোগুলিতে আরও বেশি বিনিয়োগ আকর্ষিত হবে।

২০২০ সালে প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামো তহবিলের সূচনা করেছিলেন। তার পর থেকে এপর্যন্ত এই তহবিলের মাধ্যমে ৬ হাজার ৬২৩টি গুদাম, ৬৮৮টি হিমঘর এবং ২১টি সিলো প্রজেক্টে অর্থ সহায়তা করা হয়েছে। এর ফলে, দেশে অতিরিক্ত ৫০০ লক্ষ মেট্রিক টন মজুত ক্ষমতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৪৬৫ লক্ষ মেট্রিক টন সাধারণ মজুত ক্ষমতা এবং ৩৫ লক্ষ মেট্রিক টন হিমঘরের মজুত ক্ষমতা রয়েছে। এর সুবাদে বার্ষিক ১৮.৬ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য এবং ৩.৪৪ লক্ষ মেট্রিক টন অন্যান্য উৎপাদন মজুত করা যাবে। এপর্যন্ত কৃষি পরিকাঠামো তহবিল থেকে ৭৪ হাজার ৫০৮টি প্রকল্পের জন্য মোট ৪৭ হাজার ৫৭৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এইসব অনুমোদিত প্রকল্পগুলির হাত ধরে কৃষি ক্ষেত্রে ৭৮ হাজার ৫৯৬ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যার মধ্যে ৭৮ হাজার ৪৩৩ কোটি টাকাই এসেছে বেসরকারি ক্ষেত্র থেকে। এছাড়া, কৃষি পরিকাঠামো তহবিলের মঞ্জুর করা প্রকল্পগুলির সুবাদে কৃষি ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ৮.১৯ লক্ষ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 

 

PG/SD/SKD



(Release ID: 2049593) Visitor Counter : 35