প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ডুবন্ত পণ্যবাহী জাহাজ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে

Posted On: 26 AUG 2024 2:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ আগস্ট ২০২৪

 

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী রাত্রীকালীন অনুসন্ধান চালিয়ে ডুবন্ত পণ্যবাহী জাহাজ এমভি আইটিটি পুমা থেকে ১১ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে। ২৬ আগস্ট গভীর রাতে এই অনুসন্ধান চালানো হয়। মুম্বাই-এর রেজিস্ট্রিকৃত একটি পণ্যবাহী জাহাজ কলকাতা হয়ে আন্দামান যাওয়ার পথে সাগরদ্বীপ থেকে দক্ষিণে ৯০ নটিক্যাল মাইলে হঠাৎ করে জলে ডুবতে থাকে। 

সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার সমন্বয় কেন্দ্র (এমআরসিসি) চেন্নাই ২৫ আগস্ট রাতে প্রাথমিক এই বিপদ সঙ্গেত পায়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কলকাতা স্থিত (উত্তর পূর্ব) আঞ্চলিক সদর কার্যালয় অত্যন্ত দ্রুততার সঙ্গে  উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ এবং ডর্নিয়ার বিমানকে ঘটনাস্থলের দিকে পাঠায়। ডর্নিয়ার বিমানটি থেকে  সেন্সারের মাধ্যমে ভাসমান জীবনভেলাকে চিহ্নিত করা হয় সেইসঙ্গে বিপদসঙ্কুল অবস্থায় ক্রুদের লাল সঙ্কেতের দেখা মেলে। 

এরপর, ডর্নিয়ার বিমানটিকে অনুসরণ করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সেখানে পৌঁছোয়। বাঁধা অবস্থায় দুটি জীবনভেলায় আশ্রয় নেওয়া জীবিতদের দিকে তাদের চোখ পড়ে। প্রতিকূল আবহাওয়া সত্বেও উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সারাং এবং আমভ ডর্নিয়ার বিমানকে অনুসরণ করে বিপদাপন্ন ক্রুদেরকে উদ্ধার করে। ২৫ আগস্ট গভীর রাত থেকে ২৬ আগস্ট কাকভোর পর্যন্ত এই উদ্ধারকাজ চলে। 

 

PG/AB/AS


(Release ID: 2049021) Visitor Counter : 30