রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাখি বন্ধনের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 18 AUG 2024 7:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ আগস্ট ২০২৪

 

রাখি বন্ধনের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন :

"শুভ রাখি বন্ধন উপলক্ষে আমি সমস্ত নাগরিকদের উষ্ণ অভিবাদন এবং শুভেচ্ছা জানাই। 

রাখি বন্ধন হল ভাই ও বোনের মধ্যে এক অনন্য বন্ধনের  উদযাপন, যা ভালোবাসার অনুভূতি ও পারস্পরিক বিশ্বাসকে মজবুত করে। ধর্মীয় এবং সাংস্কৃতিক সীমারেখার ঊর্ধ্বে আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে মূর্ত করে এই উৎসব।  নারীদের অধিকার রক্ষায় আমাদের সংকল্পকে শক্তিশালী করে এই উৎসব। 

এই উৎসব সম্প্রীতি ও ভালোবাসার চেতনাকে প্রতিপালন করুক এবং সমাজের মহিলাদের প্রতি সম্মান বৃদ্ধি করুক।" রাষ্ট্রপতির বার্তা দেখতে এখানে ক্লিক করুন - 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024818378001.pdf


PG/MP/AS


(Release ID: 2046532) Visitor Counter : 30