পঞ্চায়েতিরাজমন্ত্রক

১৫ অগাস্ট ২০২৪ দিল্লির লালকেল্লায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের আনুমানিক ৪০০ নির্বাচিত মহিলা প্রতিনিধি/নির্বাচিত প্রতিনিধিরা

Posted On: 13 AUG 2024 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩  অগাস্ট, ২০২৪

 

তৃণমূল স্তরের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের উৎসাহ দিতে একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়ে ভারত সরকার পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানগুলির প্রায় ৪০০ নির্বাচিত মহিলা প্রতিনিধি/নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ২০২৪-এর ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে। কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এবং কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল ওই পঞ্চায়েত প্রতিনিধিদের বিশেষ অতিথি হিসেবে সম্বর্ধনা দেবেন নতুন দিল্লির জনপথে ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে। 

ওই প্রতিনিধিদের উপস্থিতিতে সেখানে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে পঞ্চায়েতে মহিলাদের নেতৃত্ব নিয়ে। সেখানে ভাষণ দেবেন পুদুচেরীর প্রাক্তন উপরাজ্যপাল এবং নবজ্যোতি ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ কিরণ বেদী। শ্রী বিবেক ভরদ্বাজ, ডঃ চেন্দ্রশেখর কুমার এবং অন্য শীর্ষ আধিকারিকরা কর্মশালায় উপস্থিত থাকবেন। মূল আলোচ্য বিষয় হবে পঞ্চায়েত শাসনে মহিলা প্রতিনিধিদের রূপান্তরকারী ভূমিকা, তৃণমূল স্তরে জনপরিষেবা প্রদানে এবং পঞ্চায়েত প্রশাসনে মহিলা প্রতিনিধিদের নেতৃত্ব, লিঙ্গ, সাম্য এবং সামাজিক অন্তর্ভুক্তিমূলক বিষয়গুলিতে মহিলা প্রতিনিধিদের ভূমিকা, মহিলা এবং দুর্বল শ্রেণীদের সমান সুযোগ দিতে মহিলা প্রতিনিধিদের অবদান এবং তৃণমূল স্তরে ‘সরপঞ্চ পতি’ অনুশাসনের মোকাবিলা। 

সম্বর্ধনা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ভাষিণীর সহযোগিতায় একটি বহুভাষিক ই-গ্রাম স্বরাজ প্ল্যাটফর্মের সূচনা হবে। এই অভিনব উদ্যোগে ই-গ্রাম স্বরাজ পোর্টাল পাওয়া যাবে ভারতের ২২টি প্রধান ভাষার সবকটিতে। ফলে বিভিন্ন ভাষার মানুষের কাছে এটি সহজলভ্য হবে। এই উপলক্ষে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের প্রাথমিক পরিসংখ্যান সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলওয়ারী পঞ্চায়েতের বিবরণ প্রকাশিত হবে। 

রাজধানীতে পঞ্চায়েতের প্রতিনিধিদের শপথের ব্যবস্থা করা হয়েছে যাতে তাঁদের অভিজ্ঞতার পরিধি বৃদ্ধি পায় তার জন্য নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ভারতের নেতৃত্বের পরম্পরা সম্পর্কে তাঁদের অবহিত করতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে ১৪ অগাস্ট দুপুরে। ভারতের গণতান্ত্রিক পথে যাত্রা এবং প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের অবদান সম্পর্কে জানতে পারবেন এই সফরে।

এই সফরের মূল উদ্দেশ্য ২০২৪-এর ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ। এই এক জীবনের অমূল্য অভিজ্ঞতায় তৃণমূল স্তরের নেতারা অংশ হবেন ঐতিহাসিক জাতীয় উদযাপনের। তাঁরা গর্বিত হবেন এবং তাঁদের মনে জাগবে দেশাত্মবোধ। লালকেল্লার অনুষ্ঠানের পর তাঁদের জন্য মধ্যান্যভোজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন শ্রী বিবেক ভরদ্বাজ এবং মন্ত্রকের বর্ষিয়ান আধিকারিকরা এবং সেখানে এই বিশেষ অতিথিরা ভাগ করে নেবেন তাঁদের দু’দিনের অভিজ্ঞতার কথা। 

পঞ্চায়েতের নেতাদের জন্য স্বাধীনতা দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে তাঁদের দেশ-কাল সম্পর্কে আরও বেশি জ্ঞানলাভ হয়। তৃণমূল স্তরের নেতাদের জাতীয় উদযাপনের সামনের সারিতে আনার এই উদ্যোগ প্রমাণ করে সরকারের গ্রামীণ ভারতে মহিলা ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দায়বদ্ধতা। এই দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগ এবং বিকশিত ভারত নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন এক, যেখানে তৃণমূল স্তরের প্রশাসনে পঞ্চায়েত নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং স্থানীয় স্তরে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রকের সহযোগিতায় এই অভিনব সুযোগ এনে দিয়েছে ৪০০ জন বিশেষ অতিথিদের কাছে যাঁদের মধ্যে আছেন নির্বাচিত মহিলা প্রতিনিধি এবং তাঁদের স্বামীরা যাঁদের বেছে নেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চলে পঞ্চায়েতী রাজ দপ্তরের সাহায্যে। 


PG/AP/NS…



(Release ID: 2045768) Visitor Counter : 2