রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

'নভরোজ' উপলক্ষে পার্সি ভাই-বোনদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতির

Posted On: 14 AUG 2024 8:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ আগস্ট ২০২৪

 

পার্সি নববর্ষ 'নভরোজ' উপলক্ষে সকল সহনাগরিকদের উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন :

" শুভ পার্সি নববর্ষ উপলক্ষে দেশের সকল সহনাগরিক, বিশেষত পার্সি ভাই-বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।

পার্সি নববর্ষ 'নভরোজ' হল সুখ, উৎসাহ, উদ্দীপনা এবং আস্থা ও বিশ্বাসের এক বিশেষ প্রতীক। এই উৎসবটি আমাদের কাছে দয়া, মার্জনা এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষার বার্তা বহন করে নিয়ে আসে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির শক্তিও তাতে প্রতিফলিত হয়। দেশের দরিদ্র ও বঞ্চিত মানুষের মধ্যেও যাতে সুখানুভূতি সঞ্চারিত হয় এজন্য তাঁদের পাশে গিয়ে দাঁড়ানোর এ হল এক বিশেষ ক্ষণ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পরিশ্রমী এবং উৎসাহী পার্সি সম্প্রদায়ের অবদান রয়েছে যথেষ্ট।

এই বিশেষ উৎসবের মুহূর্তটি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসার পাশাপাশি সহনাগরিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলুক এই প্রার্থনা জানাই।"

রাষ্ট্রপতির বার্তাটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন : https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024814377301.pdf


PG/SKD/AS


(Release ID: 2045580) Visitor Counter : 48