মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ইন্ডিয়া র্যা ঙ্কিংস ২০২৪-এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান

Posted On: 12 AUG 2024 7:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ আগস্ট ২০২৪

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ ইন্ডিয়া র‍্যাঙ্কিংস ২০২৪-এর আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ২০১৫ সালে শিক্ষা মন্ত্রকের অধীনে যে ন্যাশনাল ইন্সটিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল, তার নীতি নির্দেশিকা অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে উচ্চ শিক্ষা সচিব শ্রী কে সঞ্জয় মূর্তি, ইউজিসি-র অধ্যাপক এম জগদেশ কুমার, এআইসিটিই-র অধ্যাপক টি জি সীতারাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে র‍্যাঙ্কিং, রেটিং ও অনুমোদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই র‍্যাঙ্কিং-এর মাধ্যমে জাতীয় শিক্ষা নীতির চেতনার প্রতিফলন ঘটেছে। শিক্ষাদান, উদ্ভাবন, গবেষণা এবং অন্যান্য মাপকাঠিতে যেসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, শ্রী প্রধান তাঁদের অভিনন্দন জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, ফলাফল ও সামর্থ্য সম্পর্কে জানার অধিকার ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের রয়েছে। তাই, দেশের ৫৮ হাজার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সবকটিকেই এই র‍্যাঙ্কিং কাঠামোর আওতায় আনতে হবে। দক্ষতা এবং কাজ পাওয়ার উপযোগী শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

 

ভারতীয় শিক্ষা জগতের অগ্রণী সংস্থাগুলিকে এই র‍্যাঙ্কিং কাঠামোর আওতায় এসে নিজেদের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাগত উৎকর্ষ লাভের এই সমবেত প্রয়াসই বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের পথে দেশকে এগিয়ে দেবে।

 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতির জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই নীতির মূলে রয়েছে অন্তর্ভুক্তিকরণ ও উদ্ভাবনকে উৎসাহ দান। দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তাদের নিজেদের গুণগত মানের উন্নয়নের সহায়ক হবে। র‍্যাঙ্কিং কাঠামোয় গবেষণা, ছাত্র কল্যাণ, প্রকাশনা প্রভৃতির ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

এটি ইন্ডিয়া র‍্যাঙ্কিং-এর নবম সংস্করণ। এবারের সংস্করণে চারটি বিষয় সংযোজিত হয়েছে। সেগুলি হল –

১. রাজ্য বিশ্ববিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং দক্ষতা বিশ্ববিদ্যালয় শীর্ষক তিনটি নতুন বিভাগ খোলা হয়েছে।

২. র‍্যাঙ্কিং-এ উদ্ভাবনের বিষয়টি যুক্ত করা হয়েছে।

 

এই তিনটি বিভাগ সংযোজিত হওয়ায় ইন্ডিয়া র‍্যাঙ্কিং-এ মোট বিভাগের সংখ্যা বেড়ে হল ১৬।

 

যেসব মাপমাঠির ভিত্তিতে এই র‍্যাঙ্কিং করা হয় সেগুলি হল –

 

ক্রমিক সংখ্যা

মাপকাঠি

পূর্ণমান

আপেক্ষিক গুরুত্ব

১.

শিক্ষা দান, শিক্ষা গ্রহণ ও সম্পদ

১০০

০.৩০

২.

গবেষণা এবং পেশাগত সুযোগ-সুবিধা

১০০

০.৩০

৩.

স্নাতক স্তরের ফলাফল

১০০

০.২০

৪.

পরিধি এবং অন্তর্ভুক্তিকরণ

১০০

০.১০

৫.

ভাবমূর্তি

১০০

০.১০

 

 

২০১৬ সাল থেকে ২০২৪ – ইন্ডিয়া র‍্যাঙ্কিংসে আবেদনের সংখ্যা বহুগুণ বেড়েছে

 

২০২৪ সালে মোট ৬,৫১৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়া র‍্যাঙ্কিং-এ যোগ দিয়েছে। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১০,৮৪৫টি। ২০১৬ সালে যোগদানকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২,৪২৬টি। মোট আবেদন জমা পড়েছিল ৩,৫৬৫টি।

 

 

র‍্যাঙ্কিং-এ স্থান পাওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাবৃদ্ধি

 

২০১৬ সালের তুলনায় ২০২৪ সালে র‍্যাঙ্কিং-এ স্থান পাওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেকটাই বেড়েছে। সার্বিক, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং কলেজ বিভাগে র‍্যাঙ্কিং-এ জায়গা করে নিয়েছে ১০০টি প্রতিষ্ঠান।

 

ইন্ডিয়া র‍্যাঙ্কিংস ২০২৪-এর মূল বিষয়বস্তু

 

  • সার্বিক বিভাগে টানা ষষ্ঠবার শীর্ষ স্থান দখল করেছে আইআইটি মাদ্রাজ। ইঞ্জিনিয়ারিঙেও টানা নবমবার আইআইটি মাদ্রাজ শীর্ষ স্থানে।
  • সার্বিক বিভাগে প্রথম ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি রাজ্য বিশ্ববিদ্যালয়, ২২টি বেসরকারি ডিমড বিশ্ববিদ্যালয়, ১৬টি আইআইটি, ৯টি এনআইটি, ৭টি করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৪টি করে এইমস, আইআইএসইআর ও সরকারি ডিনড বিশ্ববিদ্যালয়, ৩টি অন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং ১টি কলেজ রয়েছে। 
  • বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বিশ্ববিদ্যালয় বিভাগে টানা নবমবার শীর্ষ স্থান দখল করেছে। গবেষণামূলক প্রতিষ্ঠান বিভাগে টানা চতুর্থবার শীর্ষ স্থান পেয়েছে এই প্রতিষ্ঠান।
  • ম্যানেজমেন্ট বিভাগে টানা পঞ্চমবার শীর্ষে আইআইএম আমেদাবাদ। 
  • মেডিকেল চিকিৎসায় টানা সপ্তমবার শীর্ষে রয়েছে এইমস দিল্লি। সার্বিক বিভাগে এটি সপ্তম স্থান পেয়েছে।
  • ফার্মেসি বিভাগে শীর্ষ স্থান পেয়েছে নতুন দিল্লির জামিয়া হামদর্দ।
  • কলেজগুলির মধ্যে শীর্ষ স্থান পেয়েছে হিন্দু কলেজ।
  • স্থাপত্য ও পরিকল্পনা বিভাগে টানা চতুর্থবার শীর্ষ স্থান পেয়েছে আইআইটি রুরকি।
  • আইন বিভাগে টানা সপ্তমবার শীর্ষ স্থান পেয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভারসিটি।
  • কলেজ বিভাগে প্রথম ১০টি কলেজের মধ্যে ৬টি কলেজই দিল্লির।
  • ডেন্টাল বিভাগে টানা তৃতীয়বার শীর্ষ স্থান পেয়েছে চেন্নাইয়ের সবিতা ইন্সটিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস।
  • কৃষি ও সহযোগী ক্ষেত্রে টানা দ্বিতীয়বার শীর্ষ স্থান পেয়েছে নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট।
  • রাজ্য বিশ্ববিদ্যালয় বিভাগে শীর্ষ স্থান পেয়েছে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়।
  • মুক্ত বিশ্ববিদ্যালয় বিভাগে শীর্ষ স্থান পেয়েছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।
  • উদ্ভাবন বিভাগে শীর্ষ স্থান পেয়েছে কানপুর আইআইটি।
  • দক্ষতা উন্নয়ন বিশ্ববিদ্যালয় বিভাগে শীর্ষ স্থান পেয়েছে পুণের সিমবায়োসিস স্কিল অ্যান্ড প্রফেশন্যাল ইউনিভার্সিটি।

 

ইন্ডিয়া র‍্যাঙ্কিংস ২০২৪-এর সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন এই লিঙ্কে - https://www.nirfindia.org/

 

 

 

PG/SD/AS


(Release ID: 2045104) Visitor Counter : 61