প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি, সম্ভাব্য সব রকমের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

Posted On: 10 AUG 2024 7:36PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১০  অগাস্ট, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওয়েনাড়ে ভূমিধসে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য আমরা প্রার্থনা করছি এবং ত্রাণ সাহায্যের ক্ষেত্রে সম্ভাব্য সব রকমের কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত সহায়তা এবং ত্রাণকার্যে রাজ্য সরকারের পাশে রয়েছে। আজ আকাশপথে কেরালার ওয়েনাড় পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী ধসে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাঁরা ত্রাণ শিবিরে রয়েছেন তাঁদের সঙ্গেও কথা বলেন। একটি পর্যালোচনা বৈঠকে শ্রী মোদী আশ্বাস দিয়ে বলেন যে, এই শোকের সময়ে কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশ বিপর্যয়ের শিকার মানুষজনের পাশে রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য জানিয়ে স্মারকলিপি দেবেন। 

প্রধানমন্ত্রী বলেন, ওয়েনাড়ে উদ্ধার প্রক্রিয়ার ওপর তিনি নজর রাখছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। 

শ্রী মোদী বলেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হয়েছে এবং দুর্গত এলাকায় সেগুলি কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, রাজ্য পুলিশ, স্থানীয় চিকিৎসা বাহিনী এবং অন্যান্যদের ভূমিকার প্রশংসা করেন। 

দুর্গতদের বিশেষত যে সব শিশু তাদের পরিবারকে হারিয়েছে, তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কেন্দ্রীয় সাহায্যের পাশাপাশি এক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী ওয়েনাড়ের মানুষকে আশ্বস্ত করে বলেন, ওই এলাকায় জীবন জীবিকা পুনর্বহাল করতে কেন্দ্রীয় সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। 

 

PG/MP/NS



(Release ID: 2044365) Visitor Counter : 19