মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে ৮টি নতুন রেললাইন নির্মাণের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
प्रविष्टि तिथि:
09 AUG 2024 9:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ আগস্ট ২০২৪
রেলমন্ত্রকের ২৪,৬৫৭ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প নির্মাণের প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নতুন রেললাইন তৈরির প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অংশের মধ্যে সরাসরি সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ট্রেন চলাচলের কাজেও গতি ও দক্ষতা আসবে। 'আত্মনির্ভর ভারত' গঠনের লক্ষ্যে যে 'নতুন ভারত' গড়ে তোলার দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তা অনুসরণ করেই এই উন্নয়ন প্রকল্পগুলি রূপায়িত হবে।
এই ৮টি রেল প্রকল্প বাস্তবায়িত হলে ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মতো ৭টি রাজ্যের ১৪টি জেলা বিশেষ ভাবে উপকৃত হবে। কারণ, প্রকল্প রূপায়ণের হাত ধরে ভারতীয় রেলের নেটওয়ার্কে যুক্ত হবে আরও ৯০০ কিলোমিটার রেলপথ।
এই প্রকল্পগুলির আওতায় নির্মিত হবে ৬৪টি নতুন স্টেশন। উন্নয়নকামী ৬টি জেলাও এর সুফল ভোগ করবে। ফলে, ৫১০টি গ্রাম এবং প্রায় ৪০ লক্ষের মতো মানুষ প্রকল্পের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত অজন্তা গুহাকেও নিয়ে আসা হবে ভারতীয় রেলের নেটওয়ার্কের আওতায়। এর ফলে, সেখানে বিশেষ ভাবে বৃদ্ধি পাবে পর্যটন সমাগম।
যে রেলপ্রকল্পগুলি নির্মিত হতে চলেছে সেগুলি হল - গুনুপুর - থেরাবালি (ওড়িশা), জুনাগড় - নবরঙ্গপুর (ওড়িশা), বাদাম পাহাড় - কান্ডুজহরগড় (ওড়িশা), বাংরিপোসি - গরুমাহিসানি (ওড়িশা)। মালকানগিরি - পান্ডুরঙ্গপুরম ভায়া ভদ্রাচলম (ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা), বুরামারা - চাকুলিয়া (ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশা), জালনা - জলগাঁও (মহারাষ্ট্র) এবং বিক্রমশিলা - কাটারিয়া (বিহার)।
PG/SKD/AS
(रिलीज़ आईडी: 2044217)
आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam