কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২-৭ অগাস্ট কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলন নিয়ে নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠক অধ্যাপক রমেশ চন্দের

এই সম্মেলনে ৭৫টি দেশের ৭৪০ জন সদস্য অংশ নেবেন

Posted On: 30 JUL 2024 6:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৪

 

অগাস্টের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত নতুন দিল্লির পুসা ইন্সটিটিউটে অনুষ্ঠেয় কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলন নিয়ে দিল্লিতে আজ সাংবাদিক বৈঠক করেন নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চন্দ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, আইসিএআর-এর মহানির্দেশক ডঃ হিমাংশু পাঠক, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক খাদ্য ও নীতি গবেষণা সংস্থার অধিকর্তা শ্রী শহিদুর রশিদ, সম্মেলনের সচিব শ্রী পি কে জোশি এবং ডঃ প্রতাপ এস বিরথাল প্রমুখ। 

সাংবাদিক বৈঠকে অধ্যাপক রমেশ চন্দ বলেন, এগ্রিকালচার ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন বহু পুরনো সংগঠন। ভারতে এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৮ সালে। ৬৬ বছর পর আবার ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৫৮ সালে যখন এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন দেশ দারিদ্র, অনাহার প্রভৃতির মতো বহু সমস্যার বিরুদ্ধে লড়াই করছিল। এবারের সম্মেলনে প্রতিনিধি হিসেবে যাঁরা আসবেন, তাঁরা এক নতুন ভারতকে দেখতে পাবেন। দেশে এখন উন্নত ভারত নিয়ে আলোচনা হচ্ছে। ভারতে এখন মাথা পিছু আয় দাঁড়িয়েছে বার্ষিক ১২-১৩ হাজার ডলার। ২০৪৭ সালের মধ্যে এই আয়কে ১৮,০০০ ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। এখন আমাদের নজর থাকবে খাদ্য ব্যবস্থার প্রতি দৃষ্টিভঙ্গী এবং ধারাবাহিক উন্নয়নের ওপর। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আমরা কাজ করবো। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হল, “ট্রান্সফর্মেশন টুয়ার্ডস সাসটেনেবল এগ্রি-ফুড সিস্টেম”। 

অধ্যাপক রমেশ চন্দ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। ৯২৫ জন সম্মেলনে যোগদানের জন্য তাঁদের নাম নথিভুক্ত করেছেন। ৬০-৬৫ জন শিক্ষার্থীও সম্মেলনে যোগদানের সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে ১০০০ জন সম্মেলনে উপস্থিত থাকবেন। বিশ্বের ৭৫টি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়, কৃষি সংস্থার ৭৪০ জন সদস্য সম্মেলনে যোগ দিতে আসছেন। 

অধ্যাপক রমেশ চন্দ বলেন, এই সম্মেলনের জন্য কিছু লক্ষ্য স্থির করা হয়েছে। তরুণ গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন। কৃষি সম্পর্কিত সমস্যাগুলি অত্যন্ত জটিল হয়ে পড়েছে এবং আমাদের সেগুলির সমাধান খুঁজে বের করতে হবে। তিনি জানান, সম্মেলনে যোগদানকারীদের মধ্যে মহিলা রয়েছেন ৪৫ শতাংশ। বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদরা বক্তব্য রাখবেন এবং বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। 

ডঃ হিমাংশু পাঠক বলেন, এই সম্মেলন থেকে অনেক প্রত্যাশা রয়েছে। আমরা এই সম্মেলনে খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চলেছি। ৭৫টির বেশি দেশের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। অর্থনীতির সঙ্গে যুক্ত সমস্ত বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। 

শ্রী শহিদুর রশিদ বলেন, খাদ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি আন্তর্জাতিক কর্মসূচি হয়ে উঠেছে। 

 


PG/MP/NS



(Release ID: 2039623) Visitor Counter : 38