সারওরসায়নমন্ত্রক

কৃষকদের ন্যানো সার ব্যবহারে উৎসাহ দিচ্ছে ভারত সরকার

দেশে ৬টি ন্যানো ইউরিয়া প্ল্যান্ট এবং চারটি ন্যানো ডিএপি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে

Posted On: 30 JUL 2024 2:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২৪


বিভিন্ন সংস্থা যে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি উৎপাদন করে, তার গুণগত মান ও অন্যান্য খুঁটিনাটি কী হওয়া উচিত, সার নিয়ন্ত্রণ আদেশ ১৯৮৫-র আওতায় ভারত সরকার সেবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। পরবর্তীকালে বার্ষিক ২৬.৬২ কোটি বোতল (প্রতিটি ৫০০ মিলিলিটারের) উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৬টি ন্যানো ইউরিয়া প্ল্যান্ট এবং বার্ষিক ১০.৭৪ কোটি বোতল (প্রতিটি ৫০০/১০০০ মিলিলিটারের) উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৪টি ন্যানো ডিএপি প্ল্যান্ট দেশে স্থাপন করা হয়েছে।

দেশে ন্যানো ইউরিয়ার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সার দপ্তর ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড (এনএফএল) এবং রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড (আরসিটি)-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ন্যানো ইউরিয়া প্ল্যান্ট স্থাপনে উৎসাহ দিচ্ছে। 

কৃষকদের মধ্যে ন্যানো সারের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়েছে :-
•    সচেতনতা শিবির, ওয়েবিনার, পথনাটিকা, ফসলের ক্ষেতে প্রদর্শন, কিষান সম্মেলন এবং আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে ন্যানো ইউরিয়ার প্রচার করা হচ্ছে। 
•    প্রধানমন্ত্রী কিষান সমৃদ্ধি কেন্দ্রগুলির (পিএমকেএসকে) মাধ্যমে ন্যানো ইউরিয়া সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। 
•    সার দপ্তরের মাসিক সরবরাহ পরিকল্পনায় নিয়মিতভাবে ন্যানো ইউরিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
•    ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভোপালের মাধ্যমে আইসিএআর সম্প্রতি ‘সারের (ন্যানো সার সহ) দক্ষ ও সুষম ব্যবহার’ শীর্ষক জাতীয় প্রচারাভিযানের ব্যবস্থা করে।
•    ২০২৩ সালের ১৫ নভেম্বর শুরু হওয়া বিকশিত ভারত সংকল্প যাত্রায় (ভিবিএসওয়াই) ন্যানো সারের ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। 
•    ১৫ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার লক্ষ্যে ভারত সরকার ‘নমো ড্রোন দিদি’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সার সংস্থাগুলি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির নমো ড্রোন দিদিদের ১ হাজার ৯৪টি ড্রোন দিয়েছে। ন্যানো সারের ব্যবহার যাতে বাড়ে, এইসব ড্রোনের মাধ্যমে তার উপর নজর রাখা হবে। 
•    সার দপ্তর, সার সংস্থাগুলির সহযোগিতায় দেশের ১৫টি কৃষি জলবায়ু অঞ্চলে ন্যানো ডিএপি ব্যবহারের এক মহা অভিযান শুরু করেছে। এর আওতায় ফসলের ক্ষেতে গিয়ে হাতেকলমে ন্যানো সার ও ডিএপি-র প্রয়োগ দেখানো হচ্ছে। এছাড়া দেশের ১০০টি জেলায় ন্যানো ইউরিয়া সংক্রান্ত সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল এই তথ্য জানিয়েছেন।

 

PG/SD/SKD



(Release ID: 2039353) Visitor Counter : 24