সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পয়লা থেকে ৩ অগাস্ট আসন্ন যুগা যুগীন ভারত সংগ্রহশালার বিষয়ে তিন দিনের রাজ্য সম্মেলনের আয়োজন করছে

Posted On: 28 JUL 2024 1:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২৪ 

 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নতুন দিল্লির ভারত মন্ডপম – এ পয়লা থেকে ৩ অগাস্ট পর্যন্ত তিনদিনব্যাপী যুগা যুগীন ভারত সংগ্রহশালা বিষয়ক একটি রাজ্য সম্মেলনের আয়োজন করছে। তিনদিনের এই সমাবেশে রাজ্যের সংগ্রহশালাগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমন্বয় বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। এই সম্মেলনে রাজ্যগুলিকে তাদের বিশেষ সংগ্রহ সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। 
তিনদিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের রেসিডেন্ট কমিশনার, সংগ্রহশালার নির্দেশক, সুপারিনটেন্ডেন্ট, সংগ্রাহক এবং গবেষকরা একত্রিত হবেন। এছাড়াও, মন্ত্রকের পদস্থ আধিকারিক, যুগ্মসচিব এবং সচিবরাও উপস্থিত থাকবেন। সমাবেশে ভাষণ দেবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত। 
সংস্কৃতি মন্ত্রকের গ্ল্যাম ডিভিশন – এর এক বিশেষ উদ্যোগ এই রাজ্যস্তরীয় সংগ্রহশালা বিষয়ক সম্মেলন। বিশিষ্ট ভারতীয় এবং আন্তর্জাতিক সংগ্রহশালা বিষয়ক পেশাদারদের মাধ্যমে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হবে। 
তাত্ত্বিক জ্ঞান ছাড়াও তিন দিনের এই সম্মেলন যুগা যুগীন ভারত সংগ্রহশালা প্রকল্পে সম্ভাব্য সকলকে যথাযথ প্রশিক্ষণ দেবে। এছাড়াও, সংস্কৃতি মন্ত্রক বর্তমান তহবিল সম্পর্কে বিস্তারিত জানাবে। 

 

PG/PM/SB


(Release ID: 2038616) Visitor Counter : 43